সিদ্ধিরগঞ্জে করোনায় তিন মাসের শিশুসহ নতুন আক্রান্ত ৪

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ১৮ এপ্রিল ২০২০

নারায়ণঞ্জের সিদ্ধিরগঞ্জে ৩ মাসের শিশুসহ একদিনে মোট চারজন করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে নাসিক ৬নং ওয়ার্ডে দুজন এবং ৮নং ওয়ার্ডে দুজন রয়েছেন।

এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চাঁদপুর থেকে এক নারী তার শিশু সন্তানসহ সিদ্ধিরগঞ্জের নাসিক ৬নং ওয়ার্ডে আসেন। ওই নারীর সন্তান করোনায় আক্রান্ত হওয়ায় তিনি পালিয়ে এখানে চলে আসেন। বিষয়টি জানতে পেরে নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান ওই দিনই স্থানীয় প্রশাসনের সহায়তায় বাড়িটি লকডাউন করে দেয়। পরবর্তীতে তাদের দুজনের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। শনিবার (১৮ এপ্রিল) তাদের রিপোর্ট করোনা পজিটিভ আসে।

এদিকে নাসিক ৮নং ওয়ার্ডে আরও দুজন করোনা রোগী শনাক্ত হয়েছে। ওয়ার্ডের নতুন আইলপাড়া এলাকায় পূর্বেই আক্রান্ত এক ব্যক্তির নিকটাত্মীয় তিনি। এছাড়াও আরো একজন পুরুষ আক্রান্ত হয়েছেন এই ওয়ার্ডটিতে। কিন্তু ওই ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানায় পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদার জানান, সিদ্ধিরগঞ্জে নতুন করে আরও ৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে একজন ৩ মাস বয়সী শিশু। একজন নারী ও দু’জন পুরুষ। আক্রান্তদের বিষয়ে পরবর্তী কার্যক্রম পক্রিয়াধীন রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

হোসেন চিশতী সিপলু/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।