দৌলতদিয়া-পাটুরিয়ায় আবারও ফেরি চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ১২:১৫ পিএম, ১৯ মে ২০২০
ফাইল ছবি

দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌ রু‌টে আবারও ফে‌রি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল সা‌ড়ে ৯টা থেকে এ রু‌টে ফে‌রি চলাচল বন্ধ ক‌রে দেয় কর্তৃপক্ষ।

এদিকে সকা‌লেও দৌলত‌দিয়া ঘা‌টে ঘরমু‌খো যাত্রী‌দের চাপ দেখা গে‌ছে। ফেরি চলাচল বন্ধ হওয়ায় অল্প‌ কিছু পণ্যবা‌হী ট্রাক দৌলত‌দিয়ায় পারাপা‌রের অপেক্ষায় র‌য়ে‌ছে।

ঈদুল ফিতরকে সামনে রেখে গত ক‌য়েক‌ দিন দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌ রু‌টের উভয় ঘা‌টে যাত্রী‌দের ঢল নামে। এ‌ সময় সামা‌জিক দূরত্ব মান‌তে দেখা যায়নি যাত্রী‌দের। পাশাপা‌শি ব্যক্তিগত ছোট গা‌ড়ির চাপও বেড়ে যায়। এতে ক‌রোনা সংক্র‌ম‌ণের ঝুঁকি দেখা দিলে সোমবার (১৮) মে দুপুরে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরে সন্ধ্যায় পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহু রনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপ‌ক্ষের নি‌র্দে‌শে এ রু‌টে সকাল থে‌কে ফে‌রি চলাচল বন্ধ র‌য়ে‌ছে। কর্তৃপ‌ক্ষের নি‌র্দেশনা পে‌লে পুনরায় ফে‌রি চলাচল শুরু হ‌বে। দৌলত‌দিয়া প্রা‌ন্তে পণ্যবা‌হী কোনো যানবাহ‌নের চাপ নেই।

রু‌বেলুর রহমান/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।