ভুল চিকিৎসায় গরু মারার অভিযোগ, থানায় জিডি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৮:১৪ পিএম, ০৮ ডিসেম্বর ২০২১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিগান মোল্লার ভুল চিকিৎসায় উন্নত জাতের গরুর মৃত্যুর অভিযোগ উঠেছে।

বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে ওই প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে খামারি খাদিজা বেগম বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে খাদিজা বেগম বলেন, গত ২ ডিসেম্বর খামারে থাকা প্রায় তিন লাখ টাকা মূল্যের একটি গরুর এলার্জি দেখা দেয়। প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিগান মোল্লা খামারে এসে গরু দেখে পাঁচটি ইনজেকশন পুশ করেন। ইনজেকশন দেওয়ার পর গরুটি আরও অসুস্থ হয়ে বুধবার সকালে মৃত্যু হয়।

তিনি আরও বলেন, আমার আর্থিক ক্ষতিসাধন করার জন্য ইচ্ছাকৃতভাবে ভুল চিকিৎসায় আমার গরুটি মেরে ফেলা হয়েছে।

তবে প্রাণিসম্পদ কর্মকর্তা রিগান মোল্লা বলেন, আমি সঠিক চিকিৎসা দিয়েছি। তবে ওষুধ প্রয়োগের তিনদিন পর গরুটি মারা গেছে শুনলাম, যা দুঃখজনক। আমি কোনো ভুল চিকিৎসা প্রয়োগ করিনি।

রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।