রাজবাড়ীতে ২ হাজার ট্যাপেন্টাডলসহ কারবারি আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৮:২৯ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২২

রাজবাড়ী সদর উপজেলায় ১ হাজার ৯৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হুমায়ুন কবির রানা (৪৪) নামে এক কারবারিকে আটক পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক হুমায়ুন কবির রানা যশোর কোতোয়ালী থানার উপশহর ইউনিয়নের নিউমার্কেট এলাকার হাবিবুর রহমানের ছেলে।

রাজবাড়ী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে রাজবাড়ী সদর থানার খানখানাপুর রেলগেট এলাকায় অভিযান চালানো হয়। এসময় মহাসড়কের ওপর থেকে মো. হুমায়ুন কবির রানা নামে এক ব্যক্তিকে ১ হাজার ৯৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

রুবেলুর রহমান/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।