পদ্মার এক বোয়াল ২০ হাজারে বিক্রি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৩:৩২ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২২

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাহিরচর এলাকায় পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ১১ কেজি ওজনের একটি বোয়াল মাছ।

শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে পাবনার জেলে আনন্দ হালদারের জালে মাছটি ধরা পড়ে।

সাড়ে ১০টার দিকে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে অবস্থিত দুলাল মন্ডলের মৎস্য আড়তে আনেন আনন্দ হালদার। সেখানে মাছটি উন্মুক্ত নিলামে তোলা হয়। পরে ৫ নম্বর ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ১ হাজার ৯০০ টাকা কেজি দরে ২০ হাজার ৯০০ মাছটি কিনে নেন।

মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, মাছটি বিক্রির জন্য মোবাইলে দেশের বিভিন্ন স্থানের বড় বড় ব্যবসায়ী ও শিল্পপতির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। সামান্য লাভ হলেই বিক্রি করে দেবো। তবে দ্রুতই বিক্রি হয়ে যাবে বলে আশা করছি। কেননা পদ্মার মাছের নাম শুনলে ক্রেতারা হুমড়ি খেয়ে পড়েন। পদ্মার মাছ খুব সুস্বাদু।

রুবেলুর রহমান/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।