রাজবাড়ীতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৫:০২ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২২

রাজবাড়ীর পাংশায় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মালেক প্লাজার সামনে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা মানববন্ধনে অংশ নেন।

পাংশা প্রেস ক্লাব সভাপতি এস এম রাসেল কবিরের সভাপতিত্বে মানববন্ধনে জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তী, যুগ্ম-সম্পাদক সোহেল রানা, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শৌমিত্র শীল, পাংশার সিনিয়র সাংবাদিক মাসুদ রেজা শিশির প্রমুখ বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে সাংবাদিকদের নানাভাবে মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে। অনুসন্ধানী সাংবাদিকদের এ আইন দিয়ে বেধে রাখা হচ্ছে। দ্রুত এ কালো আইন বাতিলের দাবি জানান তারা।

রুবেলুর রহমান/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।