বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মৃত‌্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৫:২১ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২২
প্রতীকী ছবি

রাজবাড়ীতে পুকুরের পানিতে ডুবে সোয়াইফ (৬) ও তাইবা (৬) নামের দুই শিশুর মৃত‌্যু হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে সদর উপজেলার দ্বাদশী এলাকায় এ ঘটনা ঘটে। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই বোন।

সোয়াইফ দ্বাদশী রোঘনাথপুরের মাসুদের ছেলে ও তাইফা মাধব লক্ষ্মীকোলের রুবেল শেখের মেয়ে।

মৃত সোয়াইফের মামা সোহেল শেখ বলেন, দুপুরে খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাদের পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অনোয়ার হোসেন জানান, মৃত অবস্থায় ওই দুই শিশুকে হাসপাতালে আনা হয়।

রুবেলুর রহমান/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।