কর্মকর্তাকে লাঞ্ছনা
রাজবাড়ীতে রেল অবরোধ, ২৫ মিনিট পর ছাড়লো মধুমতি
রাজবাড়ী রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী গৌতম বিশ্বাস ও ট্রলিম্যান লিখন শেখকে লাঞ্ছনার প্রতিবাদে রেললাইন অবরোধ করেছেন কর্মচারীরা।
সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে রাজবাড়ী রেলস্টেশনে রাজশাহীগামী মধুমতি ট্রেন আটকে রেখে অবরোধ করেন তারা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে ২৫ মিনিট পর অবরোধ প্রত্যাহার করলে ট্রেনটি ছেড়ে যায়।
অবরোধের সময় রেলের কর্মচারী মামুন, দিপক, নজরুল, উৎপল, লিটন, খোকন জানান, রেলের উন্নয়ন কাজে বাধা দিয়ে কর্মকর্তা-কর্মচারীকে লাঞ্ছনাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।

এ বিষয়ে রাজবাড়ী রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী গৌতম বিশ্বাস বলেন, সোমবার রাজবাড়ী রেলস্টেশনের চলমান অ্যাক্সেস কন্ট্রোল ফেন্সিং কাজ পরিদর্শন করতে চান সংসদ সদস্য কাজী কেরামত আলী। তাই সকাল সাড়ে ১০টার দিকে স্টেশন ইয়ার্ডের সূর্যনগর অভিমুখে ৮৩ নম্বর ব্রিজের ৪ নম্বর লুপলাইনে দাঁড়িয়ে ফেন্সিংয়ের ফ্ল্যাগিংয়ের জন্য রেল থেকে দূরত্ব পরিমাপ করতে থাকি। এ সময় রাজবাড়ী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুর রহমান পলাশ, ভবানীপুর মিলপাড়ার আব্দুল জলিলের ছেলে কাওসারসহ ১০-১২ জন আসেন। কাউন্সিলর পলাশ গালিগালাজ করে বলেন, এখানে কোনো কাজ হবে না, আমরা রাজবাড়ীতে যা বলবো সেটাই করতে হবে।
গৌতম বিশ্বাস আরও বলেন, উপস্থিত ট্রলিম্যান লিখন শেখকে পরিমাপের ফিতা ধরা অবস্থায় ধাক্কা দিয়ে রেললাইনের ওপর ফেলে দেন তারা। কাউন্সিলর পলাশকে সংসদ সদস্য আসার কথা জানালেও গালিগালাজ করে ধাক্কা দেন। পলাশ ও কাওসার মারতে তেড়ে এলে রেলের সহকর্মীরা আমাদের সরিয়ে নিয়ে যান। এ বিষয়ে বিকেলে রাজবাড়ী জিআরপি থানায় মামলা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর পলাশ বলেন, ‘সম্পূর্ণ মিথ্যা একটি অভিযোগ আমার বিরুদ্ধে করা হয়েছে। ঘটনার সময় স্থানীয় সংসদ সদস্য কাজী কেরামত আলীসহ অনেকে সেখানে উপস্থিত ছিলেন। লালঘরের পেছন দিয়ে এলাকাবাসী চলাচলের একটি রাস্তা রেলওয়ে বন্ধ করে দিচ্ছিল। শুধু রাস্তাটি উন্মুক্ত রাখতে বলা হয়েছিল। এছাড়া আর কিছু না।’

রাজবাড়ী জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।
রাজবাড়ী রেলস্টেশনের মাস্টার তন্ময় কুমার জাগো নিউজকে বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে বিক্ষোভকারীরা লাইন থেকে সরে গেলে নির্দিষ্ট সময়ের চেয়ে প্রায় ২৫ মিনিট পর মধুমতি ট্রেনটি ছেড়ে যায়।
রুবেলুর রহমান/এসজে/বিএ/এএসএম