শাহরুখ খানের সহশিল্পী কামিনী কৌশল আর নেই

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ১৪ নভেম্বর ২০২৫
দিলীপ কুমার, শাহরুখ খানসহ অনেক খ্যাতিমান অভিনেতার সঙ্গে অভিনয় করেছেন কামিনী কৌশল

বলিউডে নেমেছে শোকের ছায়া। না ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী কামিনী কৌশল। বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮ বছর। চলচ্চিত্রে দীর্ঘ সাত দশকের যাত্রা শেষে বিদায় নিলেন এক সোনালি যুগের সাক্ষী।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কামিনী কৌশল সাধারণ জীবনযাপন করতেন এবং মৃত্যুর পর তাদের ব্যক্তিগত সময়কে সম্মান জানাতে সবাইকে অনুরোধ করা হয়েছে। এ অভিনেত্রী দীলিপ কুমার থেকে শাহরুখ খান- অনেক খ্যাতিমান নায়কদের সহশিল্পী হিসেবে কাজ করেছেন।

১৯২৭ সালে জন্ম নেওয়া এই অভিনেত্রী বলিউডে প্রথম পা রাখেন ১৯৪৬ সালের ছবি ‘নীচা নগর’র মাধ্যমে। প্রথম ছবিই পৌঁছে যায় কান চলচ্চিত্র উৎসবে, আলোড়ন তোলে আন্তর্জাতিক মঞ্চে। এরপর শুরু হয় তার দীর্ঘ, সফল ও উজ্জ্বল পথচলা।

সাদা–কালো যুগ থেকে রঙিন পর্দা—সবখানেই ছিল তার দাপুটে উপস্থিতি। দিলীপ কুমার, রাজ কুমারের মতো কিংবদন্তিদের সঙ্গে যেমন কাজ করেছেন, তেমনি আধুনিক বলিউডেও রেখেছেন নিজের ছাপ। শাহরুখ খান অভিনীত ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিতেও দেখা যায় তাকে।

‘দো ভাই’, ‘শাহিদ’, ‘নদীয়া কে পার’, ‘জিদ্দি’, ‘শবনম’, ‘আরজু’, ‘ঝঞ্জার’, ‘আব্রু’, ‘জেলর’, ‘গোদান’সহ অসংখ্য গুরুত্বপূর্ণ ছবিতে অভিনয় করেছেন তিনি। সাম্প্রতিক সময়েও ছিলেন কাজের মধ্যে; অভিনয় করেছেন ‘কবীর সিংহ’ ও ‘লাল সিং চড্ডা’ ছবিতেও।

আরও পড়ুন:
ধর্মেন্দ্রর বাড়ির সামনে আলোকচিত্রীদের ভিড়, সানির ক্ষোভ
স্ত্রী আলিয়াকেও ফলো করতে দেন না রণবীর, কিন্তু কেন

দীর্ঘ অভিনয়যাত্রা শেষে আজ তিনি বিদায় নিলেন। রেখে গেলেন এক সমৃদ্ধ ইতিহাস, অসংখ্য স্মরণীয় চরিত্র এবং প্রজন্মের পর প্রজন্মকে আলোয় ভরিয়ে তোলার গল্প।

এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।