‘ধুরন্ধর’ সিনেমায় রণবীরের পারিশ্রমিক ৫০ কোটি! আর কে কত নিয়েছেন

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:২৯ পিএম, ০৬ ডিসেম্বর ২০২৫
‘ধুরন্ধর’ সিনমোর পোস্টার। ছবি: সংগৃহীত

অবশেষে অপেক্ষার অবসান। দুই বছরের বিরতির পর রণবীর সিং ফিরলেন বড়পর্দায় নতুন ছবি ‘ধুরন্ধর’ নিয়ে। শুক্রবার (৫ ডিসেম্বর) বক্স অফিসে মুক্তির পর থেকেই সিনেমাটি সোশ্যাল মিডিয়ায় পাচ্ছে দারুণ সাড়া। অ্যাকশন–ড্রামা ধাঁচের এ সিনেমা কাহিনি, নির্মাণশৈলী ও অভিনয়শিল্পীদের পারফরম্যান্স নিয়ে চলছে নেটিজেনদের আলোচনা। এর মধ্যেই সামনে এসেছে সিনেমার তারকাদের পারিশ্রমিকের তথ্য।

‘মিড’ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, সিনেমার সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়েছেন রণবীর সিং। একজন ভারতীয় গোয়েন্দা এজেন্টের চরিত্রে অভিনয় করা এই তারকা পেয়েছেন ৩০ থেকে ৫০ কোটি রুপি। নায়িকা সারা অর্জুন পেয়েছেন ১ কোটি রুপি-যদিও নির্মাতারা আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

সিনেমার অন্যান্য চরিত্রের পারিশ্রমিক হচ্ছে- আর মাধবন (অজয় সান্যাল চরিত্রে)- ৯ কোটি রুপি, অক্ষয় খান্না (ক্রাইম লর্ড)- ২ দশমিক ৫ কোটি রুপি, সঞ্জয় দত্ত (পাকিস্তানি পুলিশ অফিসার)- ১০ কোটি রুপি, অর্জুন রামপাল- ১ কোটি রুপি।

তবে সব তথ্যই বিভিন্ন রিপোর্ট থেকে পাওয়া, নির্মাতা বা প্রযোজকদের পক্ষ থেকে এসব পারিশ্রমিক আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ সেন্সর বোর্ড থেকে পেয়েছে ‘এ’ সার্টিফিকেট, অর্থাৎ সিনেমাটি শুধু প্রাপ্তবয়স্ক দর্শকদের জন্য। বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মিত এই সিনেমার কাঠামো দাঁড়িয়েছে ১৯৯৯ সালের আইসি-৮১৪ কান্দাহার হাইজ্যাক এবং ২০০১ সালের ভারতীয় সংসদ হামলা- কে ঘিরে। সিনেমার কেন্দ্রে রয়েছে ভারতের ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান অজয় সান্যালের টানটান উত্তেজনাপূর্ণ মিশন।

আরও পড়ুন:
পুরুষ করলে বাহবা পায় নারী করলেই দোষ : মালাইকা
ব্যাটম্যানের চমক স্কারলেট জোহানসন

মুক্তির প্রথম দিনেই দর্শকদের প্রতিক্রিয়া ইতিবাচক। এখন দেখার বিষয়- বক্স অফিসে কতদূর যেতে পারে রণবীরের নতুন এই অ্যাকশন ড্রামা।

এমএমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।