দ্বিতীয়বার করোনা আক্রান্ত অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৪ এএম, ২৪ আগস্ট ২০২২
অমিতাভ বচ্চন/ছবি: সংগৃহীত

দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। একই সঙ্গে গত কয়েক দিনের মধ্যে যারা তার সংস্পর্শে এসেছেন, তাদেরও করোনা পরীক্ষা করার অনুরোধ জানিয়েছেন বিগ বি।

মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে টুইটে অমিতাভ বচ্চন লিখেছেন, ‘এই মাত্র আমার কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। যারা আমার আশপাশে ছিলেন বা আছেন তাদের পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ করছি।’

তবে তার শারীরিক অবস্থা কেমন বা কোনো উপসর্গ আছে কি না সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি অমিতাভ বচ্চন।

হিন্দুস্তান টাইমস জানায়, এর আগে ২০২০ সালের জুলাই মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। সেসময় তাকে মুম্বাইয়ের নানাবতি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই সপ্তাহের বেশি চিকিৎসাধীন ছিলেন তিনি। ওই সময় তার ছেলে অভিষেক বচ্চনও করোনা পজিটিভ হয়েছিলেন। তিনিও ভর্তি ছিলেন হাসপাতালে। এছাড়া করোনা আক্রান্ত হন পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন এবং নাতনি আরাধ্যও। তবে তারা বাড়িতে আইসোলেশনে ছিলেন।

ইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।