দিনে ৫০ বার মত বদলান ট্রাম্প, মার্কিন নির্মাতা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬:১৮ পিএম, ১৮ মে ২০২৫

কান চলচ্চিত্র উৎসবে নিজের নতুন ছবি ‘নুভেল ভাগ’ নিয়ে এক প্রেস কনফারেন্সে অংশ নিয়েছেন নির্মাতা রিচার্ড লিংকলেটার। মার্কিন এই চলচ্চিত্র পরিচালক সেখানে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ট্যারিফ হুমকি নিয়ে।

ট্রাম্প কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত চলচ্চিত্রের ওপর ১০০% কর আরোপের হুমকি দেন। এ নিয়ে প্রশ্ন করলে লিংকলেটার হেসে বলেন, ‘এটা তো আর হবে না। ট্রাম্প তো দিনে ৫০ বার মত বদলায়।’

লিংকলেটার তার নতুন ছবি ‘নুভেল ভাগ’ -এর পুরো শুটিং করেছেন ফ্রান্সে। সিনেমাটি কিংবদন্তি ফরাসি পরিচালক জঁ লুক গোদারের ‘ব্রেথলেস’ তৈরির পেছনের কাহিনি নিয়ে। সেই প্রসঙ্গেই সাংবাদিকদের প্রশ্নে উঠে আসে ট্রাম্পের হুমকির বিষয়টি।

‘এটা আমাদের দেশের অন্যতম রপ্তানি খাত। এত বোকামি করবে কেন? যাক, এ বিষয়ে বেশি কিছু বলার নেই’ - যোগ করেন পরিচালক।

প্রযুক্তির উন্নয়নের ফলে সিনেমা নির্মাণ খরচ সম্পর্কে লিংকলেটার বলেন, ‘ট্রু ইন্ডি ফিল্ম বা স্বল্প বাজেটের সিনেমার খরচ ৬০ বছর ধরেই একরকম। সবসময় নির্ভর করে আপনি কতটুকু বাজেট জোগাড় করতে পারছেন তার ওপর।’

সেখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী জোই ডয়েচ। তিনি ‘নুভেল ভাগ’ সিনেমায় জঁ সিবার্গ চরিত্রে অভিনয় করেছেন। তিনি বলেন, ‘লস অ্যাঞ্জেলসে আরও বেশি সিনেমা তৈরি হলে ভালো লাগত। এই শহরটির ইতিহাস, সংস্কৃতি, স্টুডিও- সব কিছুতেই এক ধরনের জাদু আছে। সম্প্রতি সেখানে কাজ করেছি, প্যারিসের মতোই ম্যাজিক্যাল অনুভব হয়েছিল ‘

লিংকলেটার তার বক্তব্যে ফরাসিদের চলচ্চিত্র শিল্পের প্রতি যত্নেরও প্রশংসা করেন। ‘তারা সত্যিই এই শিল্পকে গুরুত্ব দেয়, সহযোগিতা করে, সহায়তা করে। সরকার থেকে শুরু করে সবাই একসঙ্গে কাজ করে। আমাদের যুক্তরাষ্ট্রেও এমন কিছু দরকার’- দাবি করেন তিনি।

‘নুভেল ভাগ’ সিনেমাটি কান চলচ্চিত্র উৎসবে শনিবার প্রিমিয়ার হয়েছে। ছবটি উচ্ছ্বসিত প্রশংসা পায় সেখানে। সিনেমায় গিয়োম মারবেক অভিনয় করেছেন গোদার্দের চরিত্রে, আর অব্রি ডুলিন রয়েছেন জঁ-পল বেলমন্দো চরিত্রে। সিনেমাটি সম্পূর্ণ ফরাসি ভাষায় নির্মিত। লিংকলেটার ক্যারিয়ারে এই প্রথম ফরাসি ভাষায় ছবি বানালেন।

এলআইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।