সালমান খানের গাড়ি-বাড়ি উড়িয়ে দেওয়া হুমকিদাতা আটক

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:৪৫ পিএম, ১৫ এপ্রিল ২০২৫
সালমান খান। ছবি: সংগৃহীত

বলিউড সুপার স্টার সালমান খানকে যে কোনো ধরনের হুমকি দেওয়া যেন সাধারণ ব্যাপার হয়ে গেছে। লাগাতার তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এবার বোমা মেরে অভিনেতার গাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি। এখানেই থামেননি হননি হুমকিদাতা। অভিনেতার আবাসনে হামলা চালাবেন— এমন বার্তাই দেন সোমবার মুম্বাইয়ের ওরলি পরিবহন বিভাগের দপ্তরে।

এমন হুমকি দেওয়ার পর থেকে পুলিশ খোঁজ শুরু করে। চব্বিশ ঘণ্টা শেষ হওয়ার আগেই সেই ব্যক্তিকে তারা আটক করেছেন। সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে গুজরাটের বডোদরা থেকে বছর ২৬ বছরের এক যুবক হুমকির বার্তা পাঠান। সেখান থেকেই তাকে আটক করে পুলিশ। হুমকি দাতার নাম ময়াঙ্ক পাণ্ড্য। হোয়াটসঅ্যাপের মাধ্যমেই এ বার্তা পাঠিয়েছিলেন যুবক। তাকে বেশ কিছু ব্যাপারে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। এছাড়া ওই যুবকের নামে এফআইআর নথিভুক্ত করা হয়েছে।

গত শনিবার এক জ্যোতিষী জানিয়েছিলেন, যতই কড়া নিরাপত্তাবেষ্টনীর মধ্যে থাকুন, চলতি বছরের শেষে প্রাণ নিয়ে টানাটানি হতে পারে সালমান খানের। নেপথ্যে তারই ঘনিষ্ঠজনেরা! জ্যোতিষীর মতে, নিরাপত্তারক্ষী কিংবা বাড়ির কাজে সাহায্যকারীরাই সালমানের শত্রু হয়ে উঠতে পারেন। তারাই হয়তো ফাঁস করে দিতে পারেন ভাইজানের নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য। তবে সেই বিপদও তিনি কাটিয়ে উঠবেন, আশ্বাস তার। তা হলে কি জ্যোতিষীর করা ভবিষ্যদ্বাণীই সত্যি হতে যাচ্ছে- এখন এমনটা মনে করছেন কেউ কেউ।

এমএমএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।