শ্রমিকদের সম্মান জানালেন ডিপজল

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩২ পিএম, ০১ মে ২০২৫

মহান মে দিবস শ্রমিকদের সম্মান জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি সাধারণ সম্পাদক ও অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তিনি বলেছেন, ‘শ্রদ্ধা ও ভালোবাসা সকল পরিশ্রমী, মেহনতি মানুষের প্রতি।’

বিশ্বের শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার আদায়ের দিন মহান মে দিবস উল্লেখ করে ডিপজল ফেসবুক বার্তায় লিখেছেন, ‘যারা দিন-রাত কঠোর পরিশ্রমে সমাজ ও দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের সম্মান, অধিকার ও মর্যাদার স্বীকৃতির দিন আজ।’

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর ধানমন্ডি এলাকায় এক যুবক নিহতের ঘটনায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ডিপজলের নামে মামলা হয়েছে। তারপর থেকে শিল্পী সমিতির কোনো আয়োজনে প্রকাশ্যে দেখা যায় না তাকে। তবে ফেসবুকে বেশ সরব থাকেন তিনি। বিভিন্ন বিষয়ে ফেসবুকে নিয়মিত পোস্ট করেন ডিপজল।

ডিপজল বর্তমানে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি সিনেমা নির্মাণের পাশাপাশি নিয়মিত অভিনয়ও করেন। এর মধ্যে মুক্তির অপেক্ষায় রয়েছে তার বেশ কয়েকটি সিনেমা।

দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন ডিপজল। ভারত, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় চিকিৎসা করিয়ে পুরোপুরি সুস্থ হতে পারেননি তিনি।

এমআই/এলআইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।