পাটের তৈরি পোশাক ও পাটের ব্যানার নিয়ে শ্রমিকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৮ পিএম, ০১ মে ২০২৫

পাটের তৈরি পোশাক পরে এবং পাটের ব্যানার নিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষক শ্রমিক মুক্তি আন্দোলন নামে একটি সংগঠন।

মানববন্ধনে প্লাস্টিকপণ্য ও পলিথিন বর্জন করে পাটের তৈরি পণ্য ব্যবহারের আহ্বান জানানো হয়।

বৃহস্পতিবার (১ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে ভিন্নধর্মী এ মানববন্ধনে আয়োজন করা হয়।

সংগঠনের চেয়ারম্যান শ্রমিক আব্দুল মালেক বলেন, আমার দেশের একসময়ের সোনালি আঁশ পাট আজ বিলুপ্তির পথে। পলিথিনের ব্যবহার মাটি ও পরিবেশ ক্ষতিগ্রস্ত করছে। তাই দেশের সচেতন নাগরিকদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন সবাই মিলে পলিথিন বর্জন করে বেশি বেশি পাটজাত পণ্য ব্যবহার করে আবার আমাদের সোনালি আঁশ পাটকে বিশ্বের দরবারে তুলে ধরি।

মানববন্ধনে পাটের তৈরি চটের ব্যানার এবং চটের তৈরি শাড়ি ও পাঞ্জাবি পরে মানববন্ধনে অংশ নেন বাংলাদেশ কৃষক শ্রমিক মুক্তি আন্দোলানের নেতাকর্মীরা।

কেআর/বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।