শাকিবের যে গান ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪১ পিএম, ০২ মে ২০২৫
শাকিব খান। অভিনেতার ফেসবুক থেকে নেওয়া

ঈদুল ফিতরে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’র আগেই আলোচনায় এসেছিল এর আইটেম গান ‘চাঁদ মামা’। ২৮ মার্চ ইউটিউবে গানটি প্রকাশের পর মাত্র সাত দিনের মাথায় ভিউ ছাড়িয়ে যায় ১ কোটির বেশি। একইসঙ্গে দুটি ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত গানটি ট্রেন্ডিংয়ের ১ ও ২ নম্বর স্থানে জায়গা করে নেয়।

এক মাস ৪ দিন পেরিয়ে গেলেও গানটির জনপ্রিয়তা কমেনি। এখনো রিয়াল এনার্জি প্রডাকশন থেকে প্রকাশিত ‘চাঁদ মামা’ ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে। ভিউ ছাড়িয়ে গেছে ২ কোটি ৪৭ লাখ। অন্যদিকে প্রীতম হাসানের চ্যানেল থেকেও প্রকাশিত গানটি এখন আছে ট্রেন্ডিংয়ের ৩ নম্বরে। গানটি লিখেছেন, সুর করেছেন এবং সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান। কণ্ঠ দিয়েছেন প্রীতম ও দোলা।

শাকিবের যে গান ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে

আরও পড়ুন:

‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। পর্দায় এটি তাদের দ্বিতীয় জুটি। সিনেমাটিতে আরও আছেন যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম ও ফজলুর রহমান বাবু। পরিচালনায় মেহেদী হাসান হৃদয়, প্রযোজনায় শাহরিন আক্তার সুমি।

এমআই/এমএমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।