ঢালিউডে নতুন মুখের ছড়াছড়ি


প্রকাশিত: ০৮:৪৩ এএম, ৩০ ডিসেম্বর ২০১৪

দেখতে দেখতে কেটে গেলো আরো একটি বছর। প্রাপ্তি-অপ্রাপ্তির বছরজুড়ে নানা আলোচনায় সরগরম ছিল ঢালিউড পাড়া-

বছরজুড়ে আলোচনায় যারা
১ অক্টোবর একমাত্র সন্তান আইজানকে নিয়ে দেশে ফিরেন শাবনূর। স্বাভাবিকভাবেই তার ফিরে আসা সাড়া ফেলে চলচ্চিত্রাঙ্গনে। তার ওপর সালাহউদ্দিন লাভলুর পরিচালনায় ‘জনম জনম’নামে একটি ছবি হাতে নিয়েও আলোচিত তিনি।

ক্যারিয়ারের এই সময় এসেও নতুন ছবি হাতে নিয়ে আলোচনায় ছিলেন চিত্রনায়িকা মৌসুমী। এ বছর মুক্তি পাওয়া তার অভিনীত ‘তারকাটা’ও ‘এক কাপ চা’ছবি দুটিও ব্যাবসা সফল হয়েছে। গত কয়েক বছরের মতো এবারও দেশীয় চলচ্চিত্রশিল্প ছিল শাকিব খান নির্ভর। এ বছর শাকিবের সর্বাধিক সাতটি ছবি মুক্তি পায়।

এ বছর ২৩ নভেম্বর বাবা-মা হয়েছেন তারকা দম্পতি অনন্ত-বর্ষা এর আগে ‘মোস্ট ওয়েলকাম টু’ ছবিটি মুক্তি দিয়েও অনেক আলোচিত হন অনন্ত।




প্রায় দশ কেজি ওজন কমিয়ে আকর্ষনীয় ফিগার নিয়ে সারা বছর আলোচনায় ছিলেন অপু বিশ্বাস। মোহাম্মদ হোসেন পরিচালিত ‘আই ডোন্ট কেয়ার’ ছবির একটি পোস্টার নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় চিত্রনায়িকা ববিকে।

চলচ্চিত্রাঙ্গনে এক সময় দাপট থাকলেও হঠাৎ লাপাত্তা হয়ে গিয়েছিলেন ডিপজল। তবে এ বছর আবার তিনি কাজে ফিরেছেন। ‘অনেক দামে কেনা’ ছবির জন্য দীর্ঘদিন পর ক্যামেরার সামনে দাঁড়ান ডিপজল। একটিও ছবি মুক্তি না পাওয়ার পরও বিশটি ছবিতে অভিনয় করে বছরজুড়ে আলোচনায় ছিলেন চিত্রনায়িকা পরীমনি।



সফল যারা
এ বছর সর্বাধিক সাতটি ছবি নিয়ে সফল নায়কের খাতায় নাম লিখেন শাকিব খান। অভিনেতাদের মধ্যে সফল অভিনেতাদের মধ্যে শাকিবের পরেই রয়েছে আরেফিন শুভর নাম। নায়কদের তালিকায় এ বছর দ্বিতীয় সর্বোচ্চ পাঁচটি ছবির নায়ক ইমন। দেশা : দ্য লিডার’ ছবির মাধ্যমে মাহির অভিনীত ছবির সংখ্যা দাঁড়িয়েছে পাঁচে। নায়িকাদের মধ্যে সবচেয়ে আলোচিত ছিলেন তিনিই। অন্য তারকাদের মধ্যে অপু বিশ্বাস ও ববির চারটি, ফেরদৌস, নিপুণ, আরেফিন শুভ ও সাইমনের তিনটি, মৌসুমী, আঁচল ও বিদ্যা সিনহা মিমের দুটি এবং রিয়াজ, পপি, পূর্ণিমা, নিরব, নিলয়, শখ ও কল্যাণের একটি করে ছবি মুক্তি পেয়েছে।

নতুন যারা
চলতি বছর বেশ কয়েকজন নতুন মুখের অভিষেক হয়েছে ঢালিউডে। তারা হলেন লাক্স তারকা ফারিয়া, রুহি, নূর ইমরান মিঠু, প্রসূন আজাদ, জান্নাত মিষ্টি, সুমিত ও অভি, শায়লা সাবি, মেঘলা, প্রিয়া আমান ও ইয়ুল রাইয়ান, শাহরিয়াজ, আসিফ ইমরোজ, জেফ, ইতিশা, শান্ত, সিমি , জানভী, জয় চৌধুরী, নীড়, আরাভ খান, বিন্দিয়া (দাবাং), আদি (আই ডোন্ট কেয়ার), পুষ্পিতা।



যাদের হারিয়েছি
২০১৪ সালে সাংস্কৃতিক জগতের বেশ ক’জন গুণী ব্যক্তিত্বকে হারিয়েছি আমরা। চির বিদায় নিলেও তাঁরা বেঁচে থাকবেন তাঁদের কর্মে। ৭ ডিসেম্বর খলিলউল্লাহ খান, ১৯ এপ্রিল কণ্ঠশিল্পী বশির আহমেদ, ১৮ আগস্ট চলচ্চিত্র পরিচালক বেলাল আহমেদ, ৭ আগস্ট কণ্ঠশিল্পী মীনা বশির, ৮ জানুয়ারি চিত্রনায়িকা অন্তরা, ৩ ডিসেম্বর চিত্রপরিচালক এনায়েত করিম , ১৭ আগস্ট স্থির চিত্রগ্রাহক সুনীল আমিনকে হারিয়েছি আমরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।