অভিনেত্রী প্রসূন আজাদের বাবা নিখোঁজ

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২১ পিএম, ১৯ জুলাই ২০২৫

লাক্স তারকা অভিনেত্রী প্রসূন আজাদ এক গভীর পারিবারিক সংকটে পড়েছেন। তার বাবা আজাদ হোসেন গতকাল শুক্রবার (১৮ জুলাই) বিকেলে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে গেছেন। এরপর থেকে এখন পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি।

প্রসূন আজাদ নিজেই বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গতকাল বিকেলে আব্বু বাসা থেকে বের হয়েছিলেন। তারপর আর ফিরে আসেননি। মোবাইলও সঙ্গে নেননি। আমরা পরিবারের সবাই খুব উদ্বিগ্ন। তাকে কোথাও খুঁজে পাচ্ছি না।’

কান্নাজড়িত কণ্ঠে এই অভিনেত্রী গণমাধ্যমে আরও জানান, ‘আমরা আশপাশের সব জায়গায় খোঁজ নিচ্ছি। এখন মাকে নিয়ে থানায় যাচ্ছি। কিছু একটা হয়ে গেছে হয়তো… বুঝতে পারছি না। খুব ভয়ের মধ্যে আছি।’

এর আগে, শুক্রবার গভীর রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে প্রসূন লিখেছিলেন, ‘আমার আব্বুকে কেউ রাস্তায় বা হাসপাতালে বা যেকোনো জায়গায় দেখে থাকলে, দয়া করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। গতকাল বিকেল ৪টা থেকে তিনি নিখোঁজ। কোনো খোঁজ নেই। ফোনও সঙ্গে নেই তার।’

প্রসূন আজাদ ২০১২ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টারে প্রথম রানারআপ হয়ে শোবিজে যাত্রা শুরু করেন। অভিনয় করেছেন ‘অচেনা হৃদয়’, ‘সর্বনাশা ইয়াবা’, ‘মৃত্যুপুরী’, এবং সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘পদ্মপুরাণ’ সিনেমায়।

তবে গত কয়েক বছর ধরে তিনি অভিনয় থেকে দূরে সরে গিয়ে পরিবার ও সংসারে পুরোপুরি মনোযোগ দিয়েছেন। ২০২১ সালের ৩০ জুলাই প্রেমিক ফারহানকে বিয়ে করেন। বর্তমানে দুই সন্তান নিয়ে তার সংসার আলোয় ভরে আছে।

এলআইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।