‘গীতিকবি সংঘ’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
গীতিকবিদের আর্থিক ও নৈতিক অধিকার প্রতিষ্ঠায় নিবেদিত সংগঠন ‘গীতিকবি সংঘ বাংলাদেশ’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হলো গত ১৮ জুলাই রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে।
অনুষ্ঠানে দেশের বরেণ্য ও নবীন গীতিকবিদের প্রাণবন্ত উপস্থিতিতে সংঘের পাঁচ বছরের পথচলা, সাফল্য, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বাংলা গানের স্বার্থরক্ষায় চলমান কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গীতিকবি আসিফ ইকবাল এবং স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক গীতিকবি জয় শাহরিয়ার। গীতিকবি সংঘ বাংলাদেশ ভবিষ্যতেও বাংলা গানের মর্যাদা ও গীতিকবিদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ থাকবে—এমন প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য রাখেন তারা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করে বক্তব্য রাখেন শহীদ মাহমুদ জঙ্গী, গোলাম মোর্শেদ, শহীদুল্লাহ ফরায়েজী, নাসির আহমেদ, ডা. মোহাম্মদ আরিফ, নূরুল ইসলাম, মিলন খান, তরুণ মুন্সী, লুৎফর হাসান, সোমেশ্বর অলি, জনি হক, মাহমুদ মান্জুর, রবিউল ইসলাম জীবন, শাকিফ সারোয়ার প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্য সংগঠন থেকেও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে বক্তব্য রাখেন এমসিএসবি’র সাংগঠনিক সম্পাদক শওকত আলী ইমন, বিএমএফ’র সাধারণ সম্পাদক সাহাবুল ইসলাম বাবু ও উপদেষ্টা মণ্ডলীর সদস্য সাদেক আলী। এছাড়া উপস্থিত ছিলেন বিএমএফ’র সাংগঠনিক সম্পাদক আজমীর বাবু ও উপদেষ্টা মণ্ডলীর সদস্য পিয়ারু খান। আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী।
অনুষ্ঠানে সংঘের নতুন সদস্যদের ফুল, আইডি কার্ড দিয়ে বরণ করে নেন সভাপতি আসিফ ইকবাল, সহ-সভাপতি বাপ্পি খান, যুগ্ম সাধারণ সম্পাদক বাকীউল আলম ও সাংগঠনিক সম্পাদক সীরাজুম মুনির। এই পর্বের শেষাংশে সংঘের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা-সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক সীরাজুম মুনির।
অতঃপর কেক কেটে সংঘের সদস্যরা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। অনুষ্ঠানের শেষাংশে ছিল সাংস্কৃতিক পরিবেশনা ও নৈশভোজ। সাংস্কৃতিক পর্বের শুরুতেই একটি অডিও-ভিজ্যুয়াল দেখানো হয়, যেটিতে গীতিকবি সংঘ বাংলাদেশ’র পাঁচ বছরের পথচলার পুরোটা উঠে আসে। ভিডিওটি নির্মাণ করেন তালহা বিন পারভেজ এবং এতে ভয়েস দেন অধরা জাহান।
পরবর্তীতে সংগীত পরিবেশন করেন নাহিদ হাসান, লোপা হোসেইন, অটামনাল মুন। কবিতা আবৃত্তি করেন হোসনে আরা জলি, লুৎফর হাসান, বাকীউল আলম প্রমুখ। সবশেষে সংঘের সদস্যদের অংশগ্রহণে এক মনোমুগ্ধকর গেম শো দিয়ে অসাধারণ এই আয়োজনের পর্দা নামে।
আরও পড়ুন:
পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত সঞ্চালনার মাধ্যমে পরিচালনা করেন সংঘের সাংস্কৃতিক সম্পাদক সাকী আহমদ ও আইটি সম্পাদক তুষার হাসান। অভ্যর্থনায় ছিলেন দপ্তর সম্পাদক আপন আহসান ও কার্যনির্বাহী সদস্য রবিউল আউয়াল।
এমএমএফ/এমএস