হাফপ্যান্ট পরায় কটাক্ষের শিকার শবনম ফারিয়া

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ০৮ অক্টোবর ২০২৫
শ্রীলঙ্কার রাস্তায় শবনম ফারিয়া

জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া সম্প্রতি ঘরোয়াভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তানজিম তৈয়বের সঙ্গে। চলতি বছরের শেষে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান করার পরিকল্পনা করেছেন তিনি। বিয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের মনে একটাই প্রশ্ন ঘুরে ফিরে আসে, মধুচন্দ্রিমায় কোথায় যাচ্ছেন শবনম ফারিয়া।

অভিনেত্রী জানান, হানিমুনে তারা মালদ্বীপ যাচ্ছেন। তবে যাত্রার আগে শ্রীলঙ্কায় সময় কাটাচ্ছেন তিনি। শ্রীলঙ্কা থেকে শেয়ার করা একটি ছবিতে হাফপ্যান্ট পরা শবনম ফারিয়ার লুক দেখে নেটিজেনরা তাকে কটাক্ষ করেন। কেউ কেউ অবশ্য অভিনন্দনও জানিয়েছেন।

গতকাল পোস্ট করা ছবিটিতে ৫০ হাজারেরও বেশি রিয়েক্ট পড়েছে। সেখানে মন্তব্য করেন ৫ হাজার ৪ শতাধিক নেটিজেন।

এ ব্যাপারে শবনম ফারিয়া নিজে এখনো কোনো প্রতিক্রিয়া দেননি। এই মুহূর্তে শ্রীলঙ্কায় ঘুরতে দেখা যাচ্ছে তারকাকে।

গত ১৯ সেপ্টেম্বর রাজধানীর মাদানী এভিনিউয়ের মসজিদ আল মুস্তাফায় নিকটাত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিবাহ সম্পন্ন করেন শবনম। বর তানজিম তৈয়ব রাজশাহীর ছেলে। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে স্নাতকোত্তর শেষে তিনি দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।

এলআইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।