অস্ট্রেলিয়ায় শুরু হলো প্রীতমের সংগীত সফর

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৫ পিএম, ০৯ নভেম্বর ২০২৫
আবারও ঢাকার মঞ্চ মাতাবে পাকিস্তানের কাভিশ

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সংগীত সফরে নেমেছেন বাংলাদেশের তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান। আজ রোববার (৯ নভেম্বর) সিডনির মঞ্চে পারফর্মের মধ্য দিয়ে শুরু হচ্ছে তার এই সফর।

‘টিম প্রীতম’ নিয়ে ইতোমধ্যে সিডনিতে পৌঁছেছেন তিনি। এর আগে নাটকের শুটিংসহ বিভিন্ন কাজে অস্ট্রেলিয়া গেলেও সংগীতশিল্পী হিসেবে মঞ্চে এটি তার প্রথম সফর। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তাই তার এই সফর ঘিরে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।

আরও পড়ুন
কবে মুক্তি পাবে প্রীতম-জেফার জুটির প্রথম সিনেমা
মুক্তি পেল ‘এমন দিনে তারে বলা যায়’

জানা গেছে, সিডনি ও মেলবোর্নের কনসার্টে প্রীতমের সঙ্গে থাকছেন তার ভাই জনপ্রিয় সংগীতশিল্পী প্রতীক হাসান। দুই ভাইয়ের এই যুগল পারফরম্যান্স আয়োজনটিতে এনেছে ভিন্ন মাত্রা।

‘বেস্ট অব বেঙ্গল’ -এর আয়োজনে এই সফরের টিকিট প্রায় সব শহরেই শেষ। আয়োজকদের অন্যতম তানিম মান্নান বলেন, ‘এই আয়োজন একেবারে টাইম মেশিনের মতো। দুই ভাই দুটি প্রজন্মের সংগীতকে এক মঞ্চে পরিবেশন করবেন। সেখানে আমরা খালিদ হাসান মিলুর কালজয়ী গান ‘তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়’ কিংবা ‘সেই মেয়েটি আমাকে ভালোবাসে কি না’-এর নস্টালজিয়ায় ভাসবো, আবার পরমুহূর্তেই প্রীতমের ‘লাগে উরা ধুরা’ বা ‘দেওরা’-এর মতো চার্ট টপার গানে মাতবো।’

সিডনি দিয়ে শুরু হওয়া প্রীতমের এই সংগীতের সফর চলবে নভেম্বরজুড়ে। ১৫ নভেম্বর মেলবোর্ন, ১৬ নভেম্বর ব্রিসবেন, ২২ নভেম্বর অ্যাডিলেড ও সর্বশেষ ২৩ নভেম্বর পার্থের মঞ্চে গাইবেন খালিদ হাসান মিলুর উত্তরসূরি প্রীতম।

এমআই/এলআইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।