গ্রীষ্মের কোকিল অ্যানি
মডেল-অভিনেত্রী ও উপস্থাপিকা অ্যানি খান গ্রীষ্মের কোকিল শিরোনামে একটি নতুন নাটকে অভিনয় করলেন। এতে তার জুটি হিসেবে রয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। নাটকটি পরিচালনা করেছেন রুপক বিন রউফ।
গতকাল বুধবার থেকে নাটকটির শুটিং শুরু হয়েছে। এ প্রসঙ্গে অ্যানি খান বললেন, নাটকটিতে আমি হাফসানা নামে একটি মেয়ের চরিত্রে অভিনয় করছি। রোমান্টিক গল্পের এই নাটকে আমার ও চঞ্চল ভাইয়া চরিত্র দুজন দু মেরুর মানুষ। কিন্তু ভালোবাসার কারণে একে অপরের সাথে মানিয়ে নিতে চেষ্টা করি। গল্পে অনেক মজা রয়েছে। এটি দর্শকদের ভালো লাগবে বলে আশা করছি। নির্মাণ শেষে নাটকটি কোন চ্যানেল এ প্রচার করা হবে তা জানানো হবে বললেন পরিচালক।