শাহরুখের থ্রিডি প্রিন্টেড মডেল


প্রকাশিত: ০৬:০৪ এএম, ১৫ জানুয়ারি ২০১৫

বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন বলে কথা। তার ওপর রেড চিলিজ এন্টারটেইনমেন্টের কর্ণধার তিনি। তাই বসের জন্মদিনে নিজেদের সেরা কাজটাই উপহার দিলেন রেড চিলিজ এন্টারটেইনমেন্টের কর্মীরা।
 
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, অটোডেস্ক ইন্ডিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে শাহরুখ খানের একটি পূর্ণাঙ্গ (লাইফসাইজ) থ্রিডি প্রিন্টেড মডেল তৈরি করেছে তারই সংস্থা। বলিউডে শাহরুখের নিজস্ব একটা পোজ রয়েছে, তা হচ্ছে দুহাত দুদিকে মেলে পোজ দেওয়া। জন্মদিন উপলক্ষে শাহরুখের এই সিগনেচার স্টাইলকেই থ্রিডি লাইফসাইজ প্রিন্ট আউটে তৈরি করেছেন তার সংস্থার কর্মীরা।
 
জন্মদিনে এরকম উপহার পেয়ে অভিভূত বলিউড বাদশা। তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে অনুভূতি প্রকাশ করেছেন। থ্রিডি প্রিন্ট আউটের পাশে পোজ দিয়ে ছবি তুলে ছবিও পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। বিশ্বে এই প্রথম কোনো ব্যক্তির পূর্ণায়ত থ্রিডি প্রিন্ট আউট তৈরি করা হল বলে জানিয়ে শাহরুখ লিখেছেন, ‘কী দুর্দান্ত আমার রেড চিলিজ ভিএফএক্স টিম। বিশ্বের প্রথম পূর্ণায়ত থ্রিডি প্রিন্টআউট সম্পূর্ণ দেশে তৈরি। আমার জন্মদিনের সেরা উপহার।’
 
শাহরুখ জানান,  তিনি এই প্রযুক্তি নিয়ে ভীষণই আশাবাদী। তার পোশাকের ভাঁজ পর্যন্ত অত্যন্ত নিখুঁত এসেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।