আবার কাছাকাছি শহিদ-প্রিয়াঙ্কা
বিচ্ছেদের ভার বুঝি আর সইতে পারছেন না শহিদ কাপুর ও প্রিয়াঙ্কা চোপড়া। আবার পরস্পরের কাছাকাছি এসেছেন সাবেক এই প্রেমিক জুটি। ইদানীং তাদের বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাচ্ছে। অথচ কিছুদিন আগেও তাদের মুখ দেখাদেখি বন্ধ ছিল। আবার তাদের ঘনিষ্ঠ হওয়ার খবরে বলিউড পাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মিডডের খবরে জানা গেছে, সদ্যসমাপ্ত স্টার গিল্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শহিদ-প্রিয়াঙ্কা পরস্পরকে জড়িয়ে ধরে চুম্বন করেন। পুরো অনুষ্ঠানজুড়ে তাদের বেশ হাস্যোজ্জ্বল ভঙ্গিতে দেখা গেছে। এ সময় তারা ফটোশুটেও অংশগ্রহণ করেন।
শুধু তাই নয়, ওই অনুষ্ঠানে অভিনেত্রী টাবুর পাশ থেকে উঠে শহিদ প্রিয়াঙ্কার পাশে গিয়ে বসেন। তার এ কান্ড দেখে উপস্থিত শিল্পীরা অবাক হয়ে যান। এরপর `হায়দার` ছবির জন্য শহিদ সেরা অভিনেতার পুরস্কার জিততেই উচ্ছ্বাসে তাকে জড়িয়ে ধরেন প্রিয়াঙ্কা।
এ প্রসঙ্গে শহিদ-প্রিয়াঙ্কার এক ঘনিষ্ঠবন্ধু জানান, হয়তো বা তারা পূর্বের সম্পর্ককে বাঁচিয়ে রাখতে চাইছেন। সে কারণেই তারা আবারো ঘনিষ্ঠ হয়েছেন। তাই গত কয়েকদিন ধরে এ তারকাজুটি বিভিন্ন পার্টি কিংবা কোনো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একসঙ্গে হাজির হচ্ছেন।
এইচএন