জহির রায়হানের ৮১তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি
ঢাকাই ছবিতে জহির রায়হান অনন্য অসাধারণ এক প্রতিভার নাম। তাকে চলচ্চিত্রের অভিভাবকও বলে থাকেন অনেকে। এদেশের সাহিত্যেও তার সফল বিচরণ অম্লান হয়ে আছে। চলচ্চিত্র শিল্পের কালজয়ী পুরুষ জহির রায়হানের ৮১তম জন্মদিন আজ। জাগো নিউজের পক্ষ থেকে রইলো গভীর শ্রদ্ধাঞ্জলি।
১৯৩৫ সালের ১৯ আগস্ট ফেনী জেলার ধলিয়া ইউনিয়নের মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন জহির রায়হান। তার আসল নাম আবু আবদার মোহাম্মদ জহিরুল্লাহ। ডাকনাম জাফর। ১৯৫৭ সালে পরিচালক এ জে কারদারের সহকারী হিসেবে চলচ্চিত্রে পদার্পণ করেন তিনি। ১৯৬০ সালে ‘কখনো আসেনি’ ছবির মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তারপর একে একে পরিচালনা করেন ‘সোনার কাজল’, ‘কাঁচের দেয়াল’, ‘সঙ্গম’, ‘বাহানা’, ‘বেহুলা’, ‘আনোয়ারা’, ‘জীবন থেকে নেয়া’, ‘জ্বলতে সুরাজকে নিচে’। তার পরিচালনায় অসমাপ্ত ছবি ‘লেট দেয়ার বি লাইট’।
জহির রায়হান পরিচালনার পাশাপাশি ছবি প্রযোজনাও করেন। গড়ে তোলেন সিনে ওয়ার্কশপ গোষ্ঠী। তার প্রযোজনায় নির্মিত হয় ‘জুলেখা’, ‘দুই ভাই’, ‘সংসার’, ‘মনের মতো বউ’, ‘শেষ পর্যন্ত’ এবং ‘প্রতিশোধ’। জহির রায়হান পরিচালিত প্রামাণ্য চিত্রগুলো হচ্ছে ‘স্টপ জেনোসাইড’, ‘বার্থ অব নেশন’, ‘লিবারেশন ফাইটার্স’ এবং ‘ইনোসেন্ট জিনিয়াস’। জহির রায়হান হচ্ছেন বাংলাদেশের চলচ্চিত্রের এমন একজন সাহসী পরিচালক যিনি ‘জীবন থেকে নেয়া’ ছবির মাধ্যমে তৎকালীন পশ্চিমা স্বৈরশাসকের ভিত নাড়িয়ে দিয়েছিলেন।
ছবিতে একগুচ্ছ চাবির মাধ্যমে প্রতীকী অর্থে স্বৈরশাসকের চিত্র তুলে ধরে বিশ্বকে অবাক করে দিয়েছিলেন। পড়েছিলেন পশ্চিমা শাসকের রোষানলে। পশ্চিমা সরকার ‘জীবন থেকে নেয়া’র প্রদর্শন নিষিদ্ধ করেছিল। কিন্তু বাঙালিদের চাপে শেষ পর্যন্ত নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হয়েছিল। জহির রায়হান চলচ্চিত্র পরিচালকের পাশাপাশি সাংবাদিকতাও করেছেন।
সে সময়ে ‘যাত্রিক’ পত্রিকার সহকারী সম্পাদক ‘প্রবাহ’ পত্রিকার সম্পাদক এবং ‘এক্সপ্রেস’-এর কার্যকরী সম্পাদকের দায়িত্ব পালন করেন। সুলেখক হিসেবে তার দারুণ পরিচিতি ছিল। তার লেখা উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে ‘সূর্যগ্রহণ’, ‘শেষ বিকেলের মেয়ে’, ‘হাজার বছর ধরে’, ‘বরফগলা নদী’, ‘আরেক ফাল্গুন’ এবং ‘আর কত দিন’। ১৯৭২ সালে জহির রায়হান বাংলা একাডেমি পদক (মরণোত্তর) লাভ করেন। ১৯৬৫ সালে তিনি ‘কাঁচের দেয়াল’ ছবির জন্য পাকিস্তানের সর্বোচ্চ বেসরকারি পুরস্কার ‘নিগার পুরস্কার’-এ শ্রেষ্ঠ পরিচালক নির্বাচিত হন।
কাঁচের দেয়াল পায় ৫টি শাখায় পুরস্কার। ১৯৭২ সালে রাশিয়ার তাসখন্দ চলচ্চিত্র উৎসবে ‘জীবন থেকে নেয়া’ ও ‘স্টপ জেনোসাইড’ বিশেষ পুরস্কার লাভ করে। আজকের নায়করাজ রাজ্জাক এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা ববিতা এই জহির রায়হানের আবিষ্কার। ১৯৭২ সালের ৩০ জানুয়ারি বড় ভাই শহীদ সাংবাদিক শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়ে নিখোঁজ হন এই কিংবদন্তি।
এনই/এলএ/বিএ