ডিসেম্বরে বিয়ে করছেন শাহিদ কাপুর


প্রকাশিত: ০৫:৫৫ এএম, ২৩ মার্চ ২০১৫

এই বছর ডিসেম্বরেই সাত পাকের বন্ধনে বাঁধা পড়তে চলেছেন বলিউড অভিনেতা শাহিদ কাপুর। সূত্রের খবর, এই ডিসেম্বরেই পাত্রী মীরা রাজপুতের সঙ্গে বিয়েটা সেরে ফেলতে পারেন তিনি। এই বছর মকর সংক্রান্তির দিন(১৪ জানুয়ারী) তাঁদের বাগদান পর্ব সারা হয়ে গেছে বলে জানা গেছে।  

সূত্রের খবর, ধর্মীয় সংগঠন রাধাস্বামী সতসঙ্গ বিয়াসে আলাপ হয়েছিল শাহিদ-মীরার। শাহিদ ও তাঁর বাবা দুজনেই এই সংগঠনটির একনিষ্ঠ ভক্ত। মীরা দিল্লির বাসিন্দা। দিল্লির এলএসআর কলেজের স্নাতক স্তরে ইংরেজী নিয়ে পড়াশোনা করছেন তিনি। এর আগে বসন্ত ভ্যালি স্কুলে পড়েছেন তিনি।

তবে এখনই নিজের বিয়ে নিয়ে মুখ খুলতে নারাজ শাহিদ। এই কারণে সংবাদমাধ্যমকেও এড়িয়ে চলছেন তিনি। তবে গোপন সূত্রে খবর, কয়েকদিন আগেই শাহিদের বাবা মীরাদের ছাতারপুরের বাড়িতে তাঁর মা-বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।

এর আগে শাহিদ তাঁর বিয়ে প্রসঙ্গে জানিয়েছিলেন তিনি রুপালি পর্দার বাইরের কাউকে বিয়ে করতে চান কারণ তা তাঁকে বিভিন্ন দৃষ্টিকোন থেকে জীবনকে দেখতে সাহায্য করবে।

এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।