ভোট দেয়া হলো না অভিনেতা মোজাম্মেল হকের


প্রকাশিত: ০৩:২৭ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৭

শিল্পী সংঘের নির্বাচনে ভোট দেয়া হলো না অভিনেতা মোজাম্মেল হকের। শুক্রবার সকালে সিরাজগঞ্জের তালগাছি এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনি। এসময় গুরুতর আহত হয়েছেন অভিনেতা আব্দুল মালেক সরকারসহ আরও বেশ কয়েকজন।

মোজাম্মেল হক পাবনা সদর উপজেলার নুরপুর এলাকার বাসিন্দা ও পাবনার অনুশীলন-৮০ থিয়েটারের সদস্য। তিনি মঞ্চ ও টিভি অভিনেতা এবং পেশায় ইলেক্ট্রিশিয়ান ছিলেন।

জানা গেছে, ভোর সোয়া ৪টার দিকে সি-লাইনের একটি বাসে ঢাকায় আসছিলেন মোজাম্মেল হক, আশরাফ রবি, আব্দুল মালেক সরকার, আজাদ হোসেন, আনিসুর রহমান ও সাব্বির। পথিমধ্যে ভোর ৬টার দিকে পাবনা-বগুড়া মহাসড়কের শাহজাদপুর উপজেলার তালগাছী বাজারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয় বাসটি। এতে মোজাম্মেল হকসহ বাসের প্রায় ১৫ জন যাত্রী আহত হন।

খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শাহজাদপুর, পাবনা ও বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে সকাল ৮টার দিকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোজাম্মেল হক মারা যান।

সিরাজগঞ্জ হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্বাচনে কার্যকরী সদস্য পদপ্রার্থী সেলিম মাহবুব বলেন, মোজাম্মেল হকের সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক। এ খবর পাওয়ার পর মনটা খারাপ।

মোজাম্মেল হকের মৃত্যু আমাদের আজকের এই আনন্দ আয়োজনে সবার মন খারাপ করে দিয়েছে বলে জানিয়েছেন
নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ।

উল্লেখ্য, শুক্রবার সকাল থেকে শিল্পকলা একাডেমিতে চলছে অভিনয়শিল্পী সংঘের নির্বাচন।

এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।