নির্মলেন্দু গুণের আরেক কবিতা চলচ্চিত্রে


প্রকাশিত: ১২:৩০ পিএম, ০৭ এপ্রিল ২০১৫

কবি নির্মলেন্দু গুণের কবিতা সবসময়ই তরুণ প্রজন্মের কাছে খুব জনপ্রিয়তা পেয়েছে। সেই বিষয়টি অনুধাবন করেই কবির হুলিয়া কবিতা দিয়ে ১৯৮৫ সালে চলচ্চিত্র নির্মাণ করেছিলেন ব্যতিক্রমী ঘরানার নির্মাতা তানভীর মোকাম্মেল।

সেই প্রথম। তারপর নেকাব্বরের মহাপ্রয়াণ থেকে মাসুদ পথিক নির্মাণ করেছেন সিনেমা। এবার আসছে তৃতীয় কিস্তি। আবারো নির্মিত হতে যাচ্ছে চিরতরুণ কবি গুণের কবিতা নিয়ে চলচ্চিত্র।

তরুণ পরিচালক জিৎ দে’র পরিচালনায় এই ছবির নাম ঠিক করা হয়েছে ‘ভারত আমাদের গন্তব্য নয়’।

ছবিটির প্রযোজনা করছেন পুলিন মল্লিক। সাম্প্রদায়িক পীড়নের মুখে হিন্দুদের দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার বিরুদ্ধে এই ছবি জন্মভূমিতে লড়াই করে বাঁচার মানসিকতা তৈরিতে কার্যকর ভূমিকা রাখবে বলে পরিচালকের প্রত্যাশা।

পরিচালক জানিয়েছেন, ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন প্রখ্যাত অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়। অন্য আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার কথা রয়েছে নবাগত পপি বিশ্বাসের।

জিৎ দে প্রখ্যাত পরিচালক তানভীর মোকাম্মেলের সহকারী পরিচালক হিসেবে ‘জীবন ঢুলী’ ছবিতে কাজ করেছেন।

এ ঘটনায় কবি বেশ আনন্দিত। ফেসবুকে এ নিয়ে তিনি স্ট্যাটাসে লিখেছেন, ‘আমার কবিতা ও গল্পকে তরুণ চলচ্চিত্র নির্মাতারা বেছে নিতে শুরু করেছেন দেখে আমি খুব আনন্দ বোধ করছি। হুলিয়া কবিতা দিয়ে এই কাজ ১৯৮৫ সালে শুরু করেছিলেন তানভীর মোকাম্মেল। তাঁকে ধন্যবাদ। পরে এর ধারাবাহিকতায় যুক্ত হয়েছেন কবি ও পরিচালক মাসুদ পথিক, কবি মৃত্তিকা গুণ ও পরিচালক জিৎ দে। তাঁদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।’

স্ট্যাটাসে নিজের জীবনীনির্ভর একটি ছবি বানানোর ইচ্ছাও জানিয়েছেন কবি। এ ছবির নাম রাখতে চান ‘মহাজীবনের কাব্য’।

উল্লেখ্য, কবির কিশোর উপন্যাস ‘কালো মেঘের ভেলা’ অবলম্বনে নির্মিত হচ্ছে আরেকটি চলচ্চিত্র, যাঁর নির্মাতা কবির মেয়ে মৃত্তিকা গুণ। ছবিটির শুটিংয়ের বেশির ভাগ অংশ এরই মধ্যে শেষ হয়েছে। চলতি বছরেই এটি মুক্তি পাবার সম্ভাবনা রয়েছে।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।