পাঁচ বছর পর আসছেন শ্রেয়া ঘোষাল
আবারো বাংলাদেশে গান গাইতে আসছেন বলিউডের তুমুল জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। এর আগে ২০১০ সালের ২৭ মে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গান করেছিলেন এই সংগীতশিল্পী। মাঝখানে পাঁচ বছরের বিরতি দিয়ে আবারো ঢাকা মাতাতে আসছেন তিনি।
বে এন্টারটেইনমেন্টের উদ্যোগে আগামী ৫ জুন বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির নবরাত্রি হলে আয়োজন করা হয়েছে ‘শ্রেয়া ঘোষাল নাইট’ শিরোনামের কনসার্টটি।
বে এন্টারটেইনমেন্টের পরিচালক কামরুন নাহার শ্রেয়া ঘোষালের ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করেছেন। সবকিছু ঠিক থাকলে ৫ জুন তিনি ঢাকায় এসে পৌঁছাবেন।
এদিকে ‘শ্রেয়া ঘোষাল নাইট’ শিরোনামের কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে রাজধানীর স্বপ্নের সবগুলো বিক্রয়কেন্দ্র এবং গুলশান, ধানমন্ডি ও উত্তরার অ্যাবাকাস সেন্টারে।
এলএ