বলিউড অভিনেত্রীর আত্মহত্যা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯:২৭ এএম, ১৮ মে ২০১৫

বলিউডের অভিনেত্রী শিখা জোশি আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। গেল ১৬ই মে সন্ধ্যায় নিজ বাসায় গলায় ধারালো ছুরি চালিয়ে আত্মহত্যা করেন ‘বিএ পাস’ খ্যাত এ অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যম জানায়, মুম্বাইয়ের ভারসোভার এক ফ্ল্যাটে দীর্ঘদিন ধরে এক এক মেয়ে বন্ধুসহ থাকতেন শিখা। ১৬ই মে হঠাৎ করেই ওয়াশরুমে যান শিখা। দীর্ঘ সময় পরও সেখান থেকে বের হচ্ছিলেন না তিনি। পরবর্তীতে তার বন্ধু ওয়াশরুমের দরজায় কয়েক দফা নক করার পর নিজেই সেটি খোলেন শিখা। এরপর শিখার রক্তাক্ত দেহ দেখে তিনি চমকে যান।
 
সঙ্গে সঙ্গে তাকে আন্ধেরির কোকিলাবেন হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা শিখাকে মৃত ঘোষণা করেন। তবে শিখার আত্মহত্যার কারণ জানা যায়নি। পুলিশ বিষয়টি এখন তদন্ত করছে। তবে আত্মহত্যার আগে কোন চিঠি কিংবা চিরকুট রেখে যাননি শিখা।
 
২০১৩ সালে প্রাপ্তবয়স্ক ছবি ‘বিএ পাস’-এ অভিনয় করে আলোচনায় আসেন তিনি। এর বাইরে ছোট পর্দায়ও বিভিন্ন সিরিয়ালে অভিনয় করেছেন তিনি।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।