আবারো ঈদে শাকিব ও ববির জাদু


প্রকাশিত: ০৯:৩৮ এএম, ১৯ মে ২০১৫

চলচ্চিত্রপ্রেমীদের কাছে গেল বছরের ঈদুল ফিতর ছিলো শাকিব ও ববিময়। সেবার মুক্তি পেয়েছিলো ‘হিরো দ্য সুপারষ্টার’ ছবিটি। এতে জুটি বেঁধে সাড়া জাগিয়েছিলেন শাকিব খান ও ববি। ছবির আরেক নায়িকা ছিলেন অপু বিশ্বাস।

এবারও রোজার ঈদ বর্ণিল করে দিতে মুক্তি পাচ্ছে শাকিব-ববি জুটির আরো একটি ছবি। নিশ্চিত হওয়া গেছে আসছে ঈদেই প্রেক্ষাগৃহে যাবে ‘আরো ভালোবাসবো তোমায়’ ছবিটি। এটি পরিচালনা করেছেন এস এ হক অলিক।

তবে এ ছবিতে শাকিব-ববি জুটি হয়ে অভিনয় করলেও ববি ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করছেন। ছবির মূল নায়িকা পরীমনি। শাকিব-পরী জুটি প্রথমবারের মত দর্শকদের সামনে আসছে এই ঈদে।

ছবিতে শাকিব খান, পরিমনি, ববি ছাড়াও অভিনয় করেছেন সোহেল রানা, সাদেক বাচ্চু, চম্পা ও  আফজাল শরীফ। ছবিটির প্রযোজক খোরশেদ আলম খসরু, ক্যামেরাম্যান আলমগীর খসরু, স্থিরচিত্র রফিকুল ইসলাম রনি। ছবিটির লোকেশন ছিল ঢাকা, গাজিপুর, রাঙ্গামাটি, বান্দরবান এবং সিলেট।

এলএ

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।