নতুন ব্যান্ডদল নিয়ে তাহসানের গান
তাহসান ‘ব্ল্যাক’ ব্যান্ড থেকে বেরিয়ে গিয়ে ২০১২ সালে ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’ নামের একটি ব্যান্ড গঠন করেন। কিন্তু সে দলের হয়ে খুব বেশি সাফল্য পাননি তিনি।
নতুন খবর হল তাহসান আবারও নতুন একটি ব্যান্ড দল গঠন করেছেন। নতুন ব্যান্ডের নাম ‘তাহসান এন্ড দ্য ব্যান্ড’। নতুন এই ব্যান্ডের নতুন একটি গান আগামী রোজার ঈদে প্রকাশ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন এই সঙ্গীত তারকা।
তাজবীর তাজের লিখা গানটি নিয়ে এরইমধ্যে কাজ শুরু করেছেন তাহসান। এর সংগীতায়োজন করেছেন ব্যান্ডের সদস্যরা মিলে। গানটিতে কণ্ঠ দেবেন তাহসান।
এ প্রসঙ্গে তাহসান বলেন, ‘এই গানটি দিয়েই ‘তাহসান এন্ড দ্য ব্যান্ড’ এর যাত্রা শুরু হচ্ছে। ‘গানটির কাজ শেষ পর্যায়ে। ইচ্ছে আছে গানটি মিউজিক ভিডিও আকারে প্রকাশ করার। তবে সময় স্বল্পতার জন্য যদি তা না পারি তবে শুধু অডিও আকারেই গানটি রোজার ঈদে প্রকাশ করবো।’
উল্লেখ্য, এই গান ছাড়াও তাহসান এখন ব্যস্ত সময় পার করছেন ঈদের নাটকে অভিনয় করা নিয়ে।
এলএ