ইতালি প্রবাসী রাসেলের জনম জনম গানের ভিডিও প্রকাশ

জমির হোসেন
জমির হোসেন জমির হোসেন , ইতালি প্রতিনিধি ইতালি থেকে
প্রকাশিত: ১১:২১ এএম, ১৭ আগস্ট ২০১৭

ইতালি প্রবাসী শিল্পী এন এইচ আর রাসেলের ‘জনম জনম’ গানের ভিডিও সিডি প্রকাশিত হয়েছে। সম্প্রতি বাংলাদেশে এই ভিডিও সিডি প্রকাশ হলে পরে তা ইউটিউবে দেয়া হয়।

এই গানে রাসেলের সঙ্গে কণ্ঠ দিয়েছেন মুসরাত। তিনি ইতালির ভেনিস শহরে বাস করেন। গানের মডেল হিসেবে রয়েছেন ইভানা ও শিল্পী নিজেই।

মিউজিক ভিডিওটি সিডি চয়েস থেকে রিলিজ দেয়া হয়েছে। জনম জনম গানটির গীতিকার ও সুরকার শিল্পী রাসেল নিজেই। এটি তার পঞ্চম মিউজিক ভিডিও। এর আগেও এই শিল্পীর দ্বৈত একটি গানের অ্যালবাম বের হয়েছে বাংলাদেশে। অ্যালবামটির নাম ‘ডুব’ এতে রাসেল ছাড়া অন্য শিল্পীরা হলেন- ন্যানসি, পরশি, কনা এবং সাবা।

জনম জনম গানের মিউজিক কম্পোজিশন করেছেন ভেনিস প্রবাসী সাকিব সারাউন্ড। ভিডিও গানের ব্যাপারে শিল্পী রাসেল বলেন, গানের ভিডিওটি অনেক যত্ন করে তৈরি করা হয়েছে। আশা করি আমার ভক্ত শ্রোতাদের ভিডিওটি অনেক ভালো লাগবে। দীর্ঘ বিরতির পর সবার কথা চিন্তা করে শ্রম, মেধা দিয়ে মিউজিক ভিডিওটি তৈরি করেছি।

এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।