সুস্থ হয়েই সোনা বন্ধুতে পরীমনি


প্রকাশিত: ০১:০৩ পিএম, ১০ জুন ২০১৫

হালের ক্রেজ চিত্রনায়িকা পরীমনি বেশ কিছুদিন ধরেই জ্বরে ভুগছিলেন। তার হঠাৎ এই অসুস্থতায় বেশ কয়েকটি সিনেমার শুটিংয়ের শিডিউলও পরিবর্তন করতে হয়েছে নির্মাতাদের।

সুখের খবর হলো এখন সুস্থ আছেন তিনি। গেল সোমবার থেকে শুরু করেছেন সোনা বন্ধু চলচ্চিত্রের শুটিং। বর্তমানে এই ছবির শুটিং নিয়ে টাঙ্গাইলে আছেন নায়িকা। শুটিংয়ের ফাঁকে ফাঁকে নানা বয়সী ভক্তরা ঘিরে ধরছেন পরীমনিকে অটোগ্রাফের জন্য। আর সেইসব আনন্দঘন মুহূর্ত দারুণ উপভোগ করছেন পরীমিন।


এই ছবি সম্পর্কে পরীমনি বলেন, একটি গ্রামের মেয়ে চরিত্রে অভিনয় করছেন তিনি। আরো জানালেন, জাহাঙ্গীর আলম সুমন পরিচালিত এ ছবিতে পরীর বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ডি এ তায়েব। এখানে ডি এ তায়েবকে একজন বাউলের চরিত্রে দেখা যাবে। এ ছাড়াও এতে আরো অভিনয় করছেন আনোয়ারা, পপিসহ অনেকে।

শুভ টেলিফিল্ম’স এর ব্যানারে নির্মিতব্য এ সিনেমাটির চিত্রনাট্য করেছেন ম. ম. রুবেল। চলচ্চিত্রের বিভিন্ন গানে কণ্ঠ দিবেন বারী সিদ্দিকী, মমতাজ, সালমাসহ আরো অনেকে।

গেল ৬ জুন থেকে টাঙ্গাইলে প্রথম লটের শুটিং শুরু হয়েছে সোনা বন্ধুর। চলবে ১১ জুন পর্যন্ত।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।