বিয়ে করলেন মডেল ইমি-আজমি

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৬ পিএম, ০২ ডিসেম্বর ২০১৭

বিলবোর্ড ও র‌্যাম্প মডেলের পরিচিত মুখ শাবনাজ সাদিয়া ইমি বিয়ে করেছেন আরেক মডেল আজমিকে। শুক্রবার (১ ডিসেম্বর) রাতে পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।

জানা গেছে, ইমি-আজমির বিয়ে অনুষ্ঠিত হয়েছে রাজধানীর বেইলি রোডের এক রেস্তোরাঁয়। অনুষ্ঠানে ইমির ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব, পরিবার ও আত্মীয়স্বজনরা উপস্থিত ছিলেন।

গত বছর আজমির সঙ্গে ইমির পরিচয় হয়। ইমি বলেন, আমি আর আজমি ভালো বন্ধু। আমাদের মধ্যে মতের মিলও অনেক। লম্বা সময় ধরে দুজন দুজনাকে চিনেছি, জেনেছি। আমাদের জন্য দোয়া করবেন।

র‌্যাম্প মডেলিংয়ে পরিচিতি পান ইমি। শুধু দেশে নয়, দেশের বাইরেও অসংখ্য র‌্যাম্প শোতে অংশগ্রহণ করে সুনাম অর্জন করেন তিনি। তবে উচ্ছৃঙ্খল চলাফেরার জন্য ইমি একাধিকবার বিতর্কে জড়িয়েছেন।

অন্যদিকে, রিফাত আবদুল্লাহ আজমি মডেলিং করে পেয়েছেন পরিচিতি। ২০১৪ সালে চ্যানেল আই আয়োজিত ইমামি ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম দি আলটিমেট ম্যান সুপার স্টার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সেরা ১৫-তে ছিলেন তিনি।

এনই/জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।