ইউটিউবের জন্য নির্মিত হলো লোকাল বাস

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৪ এএম, ২৭ ডিসেম্বর ২০১৭

নির্মিত হয়েছে ছয় পর্বের নতুন ধারাবাহিক নাটক ‘লোকাল বাস’। এটি পরিচালনা করেছেন আনোয়ার হোসেন । সম্প্রতি একটি লোকাল বাসে করে পুরো ঢাকা শহর ঘুরে ঘুরে শুটিং করা হয় এ নাটকটির। এতে একসঙ্গে অভিনয় করেছেন একঝাঁক তারকা।

এ নাটকের অভিনয় শিল্পীরা হলেন ফারুক আহমেদ, শবনম পারভিন, বড়দা মিঠু, মিলন ভট্ট, অপু, তন্নি, হুমায়ুন কাবেরী, রেশমী রেশমাসহ আরও অনেকে। সিডি চয়েজ মিউজিকের ব্যানারে নির্মিত এ ধারাবাহিকটি খুব শিগগিরি ইউটিউবে প্রচারে আসবে বলে জানান নির্মাতা।

নাটকটি সম্পর্কে নির্মাতা আনোয়ার হোসেন বলেন, ‘আমি প্রায়ই শুটিংয়ের কাজে উত্তরায় যাতায়াত করতাম সিএনজিতে। কিন্ত ইদানীং যাতায়াতের মাধ্যম হিসেবে বেছে নিই লোকাল বাস। আসা যাওয়ার পথে যাত্রীদের ও গাড়ির ড্রাইভার এবং হেল্পারদের আচার আচরণ লক্ষ্য করি। অনেক সময় যাত্রীরা বাসের স্টাফদের সাথে খারাপ ব্যবহার করেন। আবার কখনো স্টাফরা যাত্রীদের সাথে। চলতি পথে নানান রকমের লোক গাড়িতে উঠা নামা করেন। এই প্রত্যেকটি চরিত্রকে আমি আমার এই নাটকে প্রাণ দেয়ার চেষ্টা করেছি।

আমি মনে করি প্রত্যেকটি লোকাল বাসের মালিকদের মাঝে মধ্যে বাসে উঠে দেখা দরকার দৈনন্দিন ঘটনাগুলো। তাহলে বুঝতে পারবেন যাত্রী এবং স্টাফদের কতো কি ঝামেলা পোহাতে হয়। আর এ সকল বিষয় চিন্তা করেই নাটকটি নির্মাণ করি। আশা করি দর্শক খুবই মজা পাবেন।’

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।