নাট্যনির্মাতা জি. এম সৈকতের মানবতার কল্যাণ ফাউন্ডেশনের যাত্রা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১৪ পিএম, ১১ ডিসেম্বর ২০১৮

নাট্যনির্মাতা জি.এম সৈকত। শিল্পী ঐক্যজোটের সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি। দরিদ্র, বঞ্চিত ও অসহায় শিল্পীদের সাহায্যে কাজ করে যাচ্ছেন নিরলস। তার সংগঠনের তত্বাবধানে অসংখ্য শিল্পী পেয়েছেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান।

এবার আরও একটি নতুন সংগঠন নিয়ে যাত্রা করলেন এই তরুণ নির্মাতা। নাম ‘মানবতার কল্যাণ ফাউন্ডেশন’। গতকাল সোমবার (১০ ডিসেম্বর) মগবাজারে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জমকালো অনুষ্ঠানে ফাউন্ডেশনটির শুভ উদ্বোধন করেন ডিআইজি হাবিবুর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন শিল্পী ঐক্যজোটের সভাপতি চিত্রনায়ক ডি এ তায়েব, এশিয়ান টিভির চেয়ারম্যান হারুনুর রশীদ, অভিনেতা নাদের চৌধুরী, আকাশ রঞ্জন, মাহবুবা শাহরীন, চিত্রনায়িকা শাহনুর, মান্নান হীরাসহ আরও অনেকেই।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অভিনেত্রী অপ্সরা সুহি। এরকম মহতি একটি উদ্যোগ গ্রহন করার জন্য অনুষ্ঠানের প্রধান অতিথি হাবিবুর রহমান উদ্যোক্তাদের সাধুবাদ জানান।

সংগঠনটি প্রসঙ্গে জি এম সৈকত বলেন, ‘শিল্পীদের জন্য আমি দীর্ঘদিন ধরে ডি এ তায়েব স্যারের নির্দেশে শিল্পী ঐক্যজোট নিয়ে কাজ করে যাচ্ছি। এবার সব রকম অসহায় মানুষদের জন্য কিছু করতে চাই। কারো জন্য কিছু করার সুযোগ থাকলে সেটি কাজে লাগাতে হয়। নাটক নির্মাণের পাশাপাশি এই কাজগুলো আমাকে সামাজিক দায়বদ্ধতার জায়গায় অন্যরকম তৃপ্তি দেয়।’

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।