তিশা ও পূণ্যের শেষটা একটু ভিন্নরকম

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:০৫ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২০

সম্প্রতি নির্মিত হয়েছে টেলিছবি ‘শেষটা একটু ভিন্নরকম’। প্রভাত আহমেদ এর রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন সুজন বড়ুয়া। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, পূণ্য রহমান। প্রথমবারের মতো তিশার বিপরীতে অভিনয় করলেন পূণ্য রহমান।

টেলিছবিটিতে দেখা যাবে, রফিক শীর্ষস্থানীয় একটি ডেভেলপার কোম্পানির শীর্ষ প্রকৌশলী। সুন্দরী স্ত্রী ও আধুনিক সচ্ছল জীবনের সুখের প্রতিচ্ছবি দেখে স্ত্রী লীনাসহ সবাই। কিন্তু বন্ধু রবিনের সাফল্য দেখে ছাইচাপা আগুনের দহনে পুড়ে মরছে রফিক। তার চেয়ে খারাপ রেজাল্ট করেও রবিন আজ একটি রিয়েল এস্টেট কোম্পানির মালিক, আর রফিক অন্যের কর্মচারী।

এরইমধ্যে কোম্পানির এমডি হিসাবে দায়িত্ব নেয় চেয়ারম্যান কন্যা ফারজানা জেরিন। জেরিন রফিকের কর্মদক্ষতায় মুগ্ধ। কর্মক্ষেত্রে জেরিন এর আচরণে রফিক ধরে নেয় এমডি তার উপর বিশেষ দূর্বল। চোখের সামনে উপরে ওঠার সিড়ি নয় স্বয়ংক্রিয় লিফট দেখতে পায় সে। জেরিনের সাথে বিয়ে হলে নিমিষেই সে তার কাংক্ষিত লক্ষ্যে পৌছে যাবে। এরপর কি হয় জানতে হলে দেখতে হবে ‘শেষটা একটু ভিন্নরকম’ টেলিফিল্মটি।

এতে আরও অভিনয় করেছেন সমাপ্তী মাসুক, জান্নাতুল নাঈম এভ্রিল, সোহেল রানা, সাজ্জাদ ভূইয়া, রাজা হাসান প্রমুখ। টুংটাং এন্টারটেইনমেন্ট প্রযোজিত টেলিছবিটি শনিবার রাত সাড়ে ৮টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে।

এমএবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।