মিলন প্রেমিক পুরুষ জগলু ভাই, সঙ্গে রোমানা নীড়

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪১ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২০

পরিচালক এ কিউ খোকনের ‘ভালোবাসলে দোষ কি তাতে’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ হয় চিত্রনায়িকা রোমানা নীড়ের। এরপর আব্দুল আওয়ালের ‘উতালা মন’ ছবিতে অভিনয় করেন। সবশেষ একিউ খোকন পরিচালিত 'ভালোবাসি কত বুঝাবো কেমনে' ছবিতে অভিনয় করেন তিনি।

এবার নাটকে অভিনয় করেছেন এই তরুণী। নাটকের নাম ‘প্রেমিক পুরুষ জগলু ভাই’। এতে আনিসুর রহমান মিলনের বিপরীতে অভিনয় করেছেন রোমানা নীড়।

রেজাউর রহমান রিজভীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন এমদাদুল হক খান। এ নাটক নিয়ে রোমানা নীড় বলেন, ‘নাটকে প্রথম কাজ করলাম। মিলন ভাই বেশ সহযোগিতা করেছেন। ভালোলেগেছে কাজটি করে।’

পরিচালক জানালেন, খন্ড এ নাটকের শুটিং এরইমধ্যে শেষ হয়েছে। মিরাকী প্রোডাকশনের ব্যানারের এ নাটকে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মৌমিতা মৌ, সানিয়া জারা, তমা, মৌসুমী মৌ, আনোয়ার হোসেন ও আবির প্রমুখ।

উল্লেখ্য, রোমানা নীড় খুব শিগগিরই ‘ভেলকিবাজি’ নামে একটি সিনেমার কাজ শুরু করবেন। জনপ্রিয় নৃত্যপরিচালক মাসুম বাবুলের পরিচালনায় এ সিনেমায় আরও অভিনয় করবেন শিপন মিত্র, সানজু জন, নাদিম, জয় চৌধুরী, রেসি, শিরিন শিলা, বিপাশা কবির, আঁচল।

এলএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।