করোনায় আক্রান্ত অভিনেত্রী ও মন্ত্রী স্মৃতি ইরানি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:২৪ পিএম, ২৮ অক্টোবর ২০২০

করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের অভিনেত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। বুধবার (২৮ অক্টোবর) টুইট করে নিজেই এই খবর জানিয়েছে তিনি।

টুইটারে স্মৃতি ইরানি লিখেছেন, ‘কোনো ঘোষণা করতে গেলে শব্দ খুঁজতে হয়েছে এমনটা খুব কমই হয়েছে। কিন্তু এ ঘোষণায় শব্দ খুঁজে পাচ্ছি না। সহজ ভাষায় বলছি, আমি করোনা পজিটিভ। আমার সংস্পর্শে যারা এসেছেন তারা দ্রুত করোনা পরীক্ষা করান।’

ফিল্মফেয়ার জানিয়েছে, করোনা আক্রান্ত হলেও শারীরিকভাবে তেমন কোনো সমস্যা নেই স্মৃতির। বাসাতেই আইসোলেটেড অবস্থায় নিজেকে সারিয়ে তোলার চেষ্টা করে যাচ্ছেন তিনি। মানছেন চিকিৎসকদের পরামর্শ। খাচ্ছেন দরকারি ওষুধ।

প্রসঙ্গত, অভিনয় জগৎ থেকে রাজনীতিতে এসেও সমান সফল স্মৃতি ইরানি। ৪৪ বছর বয়সী এই বিজেপি নেত্রী ইদানীং বিহার বিধানসভা নির্বাচনের প্রচারে সক্রিয় ভূমিকা নিচ্ছিলেন। তার আগুনে বক্তৃতা দেয়ার সহজাত ক্ষমতাকে কাজে লাগিয়ে বিহারে এনডিএর পক্ষে ভোট চাইছিলেন।

এলএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।