১২ ডিসেম্বর আসছে দেশা-দ্য লিডার (ভিডিও)
১২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে শিপন-মাহি অভিনীত দেশা-দ্য লিডার। চলতি সপ্তাহেই সেন্সরে যাচ্ছে সৈকত নাসির পরিচালিত এই ছবিটি।
ছবিটি সেন্সরে যাওয়া প্রসঙ্গে পরিচালক বলেন, ‘১৫ নভেম্বর সেন্সরে যাবার কথা থাকলেও, নানা কারণে তা সম্ভব হয়নি। তবে চলতি সপ্তাহেই আমরা ছবিটি সেন্সর বোর্ডের কাছে জমা দিবো।’
ছবিটির মুক্তি দেয়ার বিষয়ে তিনি আরো বলেন, ‘সব কিছু ঠিক থাকলে ১২ ডিসেম্বর ছবিটি মুক্তি পেতে পারে। এ ক্ষেত্রে সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ার উপর সব কিছু নির্ভর করছে।’
এদিকে ‘দেশা-দ্য লিডার’ ছবির সঙ্গে টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে ‘ফেয়ার এন্ড লাভলী’। সম্প্রতি রাজধানীতে এক অনুষ্ঠানে এই চুক্তি সম্পন্ন হয়। এর ফলে ছবিটির সব ধরনের প্রচারণায় সঙ্গী হবে ‘ফেয়ার এন্ড লাভলী’।
‘দেশা-দ্য লিডার’ ছবিতে শিপন-মাহি ছাড়া আরো অভিনয় করেছেন তারিক আনাম খান, সোহেল খান, মঞ্জুরুল করিম প্রমুখ। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত এই ছবির বেশির ভাগ কাজই হয়েছে ক্রোমা এবং এডিটিংয়ের মাধ্যমে।