কঠিন প্রশ্নের মুখোমুখি ইলিয়াস কাঞ্চন ও মিশা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:০৬ পিএম, ১৩ জানুয়ারি ২০২২

আবারও সরগরম হয়ে উঠেছে চলচ্চিত্রাঙ্গন। ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচন। এরইমধ্যে দল গোছানো হয়ে গেছে প্রধান দুই প্যানেলের। যার একটির নেতৃত্ব দিচ্ছেন প্রখ্যাত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। অপরটিতে সভাপতি হিসেবে আছেন জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর।

দুজনে নির্বাচনের আগে প্রথমবার মুখোমুখি হতে যাচ্ছেন। নাগরিক টিভির নিয়মিত আয়োজন ‘বলা না বলা’ অনুষ্ঠানে তাদের দেখা যাবে হাজির হতে। এবারের ‘বলা না বলা’র বিষয় চলচ্চিত্রের রাজনীতি

‘বলা না বলা’ সঞ্চালনা করেছেন নাগরিক টিভি’র অনুষ্ঠান বিভাগের প্রধান কামরুজ্জামান বাবু। নির্বাচনকে ঘিরে নানা কঠিন প্রশ্নের সম্মুখিন হয়েছেন চলচ্চিত্রের দুই নেতা। দিয়েছেন অনেক প্রশ্নের অকপট জবাব।

কঠিন প্রশ্নের মুখোমুখি ইলিয়াস কাঞ্চন ও মিশা

অনুষ্ঠানটি প্রসঙ্গে সঞ্চালক কামরুজ্জামান বাবু বলেন, ‘চলচ্চিত্রের সাংগঠনিক কর্মতৎপরতায় শিল্পী সমিতির নির্বাচনের গুরুত্ব নেহায়েত কম নয়। সেই গুরুত্বের দিকটিকে মাথায় রেখেই ‘বলা না বলা’র এই পর্বে আমন্ত্রণ জানানো হয় প্রতিদ্বন্ধী দুই প্যানেলের সভাপতি প্রার্থীকে। দুজনই প্রাণ খুলে কথা বলেছেন, দর্শকদের সেই বিতর্ক বেশ টানবে বলে আমার কাছে মনে হয়।’

‘বলা না বলা’র এই আয়োজনটি প্রচার হবে আগামী ১৪ জানুয়ারি, শুক্রবার সন্ধ্যা ৬টায়।

এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।