একটি পূর্ণাঙ্গ গল্পের সূচনা

আসছে মা দিবস উপলক্ষে চিত্রনায়িকা দিতি নির্মাণ করেছেন এক ঘণ্টার নাটক ‘একটি পূর্ণাঙ্গ গল্পের সূচনা’। এ নাটকে দিতি নিজেসহ অভিনয় করেছেন শর্মিলী আহমেদ, সজল ও ঈশানা।
নাটকটি রচনা করেছেন শারমিন চৌধুরী ইফশিতা। সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।
এ নাটকে অভিনয় প্রসঙ্গে শর্মিলী আহমেদ বলেন, ‘এর আগেও দিতির নির্দেশনায় কাজ করেছি। নির্মাতা হিসেবে বেশ ভালো করছে সে। নতুন কাজটি অনেক ভালো লেগেছে।’
দিতি বলেন, ‘কেন যেন মনে হচ্ছে আমার আগের কাজগুলোর চেয়ে এবারের কাজটা অনেক ভালো হয়েছে। প্রফেশনাল শিল্পীদের নিয়ে কাজ করার সুবিধা একটাই খুব দ্রুত কাজ নেমে যায়।’
সজল বলেন, ‘দিতি ম্যাডামের নির্দেশনায় এর আগে একটি কাজ করেছিলাম। এই কাজটি নিয়েও আমি দারুণ আশাবাদী।’
ঈশানা বলেন, ‘এটা আমার সৌভাগ্যই বলা চলে যে আমি পরপর তিনটি কাজ করেছি দিতি ম্যাডামের নির্দেশনায়। আশা করছি এ কাজটিও দর্শকনন্দিত হবে।’
নাটকটি চ্যানেল আইতে মা দিবসে প্রচার হবে বলে নির্মাতা জানান।