মুক্তি পাচ্ছে মিউজিক ভিডিও ‘আমি তোমাকে ছাড়া কিছু ভাবতেই পারি না’

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১৭ এএম, ০১ মে ২০২২

মুক্তি পেতে যাচ্ছে সংগীত শিল্পী সাব্বিরের মিউজিক ভিডিও ‘আমি তোমাকে ছাড়া কিছু ভাবতেই পারি না’। শিল্পীর নিজ ইউটিউব চ্যানেল ‘সাব্বির আলমে’ (Sabbir Alam) ঈদের পর এটি মুক্তি দেওয়া হবে।

গীতিকার কবির বকুলের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন এবং সুর করেছেন সাব্বির নিজেই। এর সঙ্গীত আয়োজনে রয়েছেন নোঙ্গর ব্যান্ডের রাজীব আহমেদ। মিউজিক ভিডিওর মডেলিংয়ে অংশ নিয়েছেন সংগীত শিল্পী রাপ্তি।

সঙ্গীতে সাব্বিরের হাতেখড়ি একেবারে শৈশবেই। কুষ্টিয়ার পাটিকাবাড়িতে তবলাবাদক, গায়ক ও নাট্যকার বাবা বাহারুল আলমের তত্ত্বাবধানে পাঁচ বছর বয়স থেকেই তিনি গান শেখা শুরু করেন। এসময় তিনি ফকির মাহিম শাহ ও ওস্তাদ তরুণ কর্মকারের সান্নিধ্য লাভ করেন।

বুয়েটে অধ্যয়নকালে সাব্বির আরও বড় পরিসরে গানের চর্চার সুযোগ পান এবং নিয়মিতভাবে মূর্ছনার সঙ্গীত আয়োজনে অংশ নেন।

এই শিল্পী ২০০৩ সাল থেকে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করে আসছেন। সেখানে বাংলা ও হিন্দি কমিউনিটিতে নিয়মিতভাবেই সঙ্গীত আয়োজনে অংশ নেন তিনি।

সাব্বির সাধারণত ধ্রুপদী বাংলা, হিন্দি ও গজল গান পরিবেশন করে থাকেন।

এসইউজে/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।