আলোচনায় এলবিসি এন্টারটেইনমেন্টের ৬টি ঈদের নাটক

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৭ পিএম, ১৭ মে ২০২২

প্রতিবারের মতো এবারেও ছোট পর্দায় ছিল ঈদের বর্ণিল আয়োজন। সেই আয়োজনের কেন্দ্রবিন্দুল ছিল নাটক। খন্ড ও ধারাবাহিক নাটক দিয়ে সাজানো এবারের ঈদ বেশ ভালোই বিনোদিত করেছে দর্শককে।

তার প্রমাণ নাটকগুলোর ভিউ। যার মধ্যে এলবিসি এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নির্মিত ৬টি নাটকও রয়েছে আলোচনায়। যেগুলো দেশের বিভিন্ন টিভি ও ইউটিউব চ্যানেলে প্রচার হয়ে দর্শক প্রশংসা কুড়াচ্ছে।

তালিকায় আছে এমডি মেহেদি হাসান জনির ‘কেন বোঝনা?’ নাটকটি। এতে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় তারকা অপূর্ব ও কেয়া পায়েল। এই জুটির নাটকটি বেশ পছন্দ করেছেন দর্শক।

এলবিসির আয়োজনে আরও আছে নাজমুল রনির ‘বিয়ে আমি করিনি’। এতে অভিনয় করেছেন সালমান মুক্তাদীর, সামান্তা পারভেজ। এ তরুণ নির্মাতা ইরফান সাজ্জাদ ও জেএইচ হিমিকে নিয়ে বানিয়েছেন ‘ডক্টর গার্লফ্রেন্ড’ ও নিলয়-নাদিয়াকে নিয়ে বানিয়েছেন ‘তোমাকে ভালোবেসে’ নামের আরও দুটি নাটক।

জুলফিকার ইসলাম শিশির এলবিসির ব্যানারে নির্মাণ করেছেন ‘ডিজে লাভার’। এখানে আরশের সঙ্গে দেখা গেছে তানিয়া বৃষ্টি ও সেলিনা আফ্রিকে।

এলবিসির এই আয়োজনে আরও একটি নাটক রয়েছে। এর নাম ‘কথা দেয়া বউ’। এই নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তামিম মৃধা।

এলবিসির প্রধান বিপণন কর্মকর্তা নুসরাত জেরিন জানান, ‘একেবারেই ছোট পরিসরে আমরা এবারের ঈদকে ঘিরে পরিকল্পনা করেছিলাম। ঝুঁকি ছিল। কারণ এই বাজারে নাটকে লগ্নি করাটা বেশ ঝক্কি ঝামেলার ব্যাপার। অনেককিছু ভাবতে হয়। সেই জায়গা থেকে যে আয়োজন ছিল তা নিয়ে আমরা সন্তুষ্ট। আগামী ঈদে আরও ভালো কিছু করার চেষ্টা থাকবে।’

প্রতিষ্ঠানটির মার্কেটিং ও কমিউনিকেশন ব্যবস্থাপক সুজয় কে শর্মা ৬টি নাটকের নির্মাতা, কলাকুশলী ও এর টিম সদস্যদের ধন্যবাদ জানিয়ে দর্শককেদর প্রতি ভালোবাসা দিয়েছেন। তিনি বলেন, ‘দিনশেষ সব সাফল্য দর্শকের হাতে। তাদের প্রতি ভালোবাসা রইলো আমাদের পাশে থাকার জন্য।’

এলএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।