আবারও পপির যাত্রা শুরু


প্রকাশিত: ০৪:২২ এএম, ২৮ নভেম্বর ২০১৪

আজ মুক্তি পাচ্ছে পপি অভিনীত `চার অক্ষরের ভালোবাসা`। জাকির খান পরিচালিত এ ছবিতে তাঁর নায়ক নিরব। প্রথমবারের মতো তাঁর বিপরীতে অভিনয় করেছেন নিরব।

পপি পরিকল্পনা করেছেন আজ থেকে বিভিন্ন হলে গিয়ে দর্শকদের সঙ্গে এক সারিতে বসে ছবি দেখবেন। এতে দর্শকদের প্রতিক্রিয়াটাও জেনে যাবেন সরাসরি।

তিনি বলেন, "দর্শকের কাছে পপি মানেই ভিন্ন কিছু। `মেঘের কোলে রোদ`, `কারাগার`, `গঙ্গাযাত্রা`, `গার্মেন্টকন্যা`র মতো ভিন্ন ভিন্ন ধরনের ছবিতে ভিন্ন চরিত্রে আমাকে পেয়েছে দর্শক। তাই এখন চাইলেই সব ধরনের ছবিতে কাজ করা যায় না। ছবির বাজেট, গল্প, চরিত্র- সব কিছু নিয়ে ভাবতে হয়। এ ছবিটা সব বয়সী দর্শকের ভালো লাগার মতো ত্রিভুজ প্রেমের গল্প। গ্রামের শিক্ষিত এক মেয়ে ভাবনার প্রেমিক পড়াশোনার জন্য গ্রামের বাইরে যায়। এরই মধ্যে কিছু অসৎ লোকের চক্রান্তের শিকার হয় ভাবনা। তার সম্মান বাঁচাতেই প্রেমিকের ছোট ভাই বিয়ে করে ভাবনাকে।"

পপি আরো বলেন, `আমি চাই, দর্শক আগের মতো হলে গিয়ে ছবি দেখুক, সে যে ছবিই হোক। এ ছবির গল্প, শিল্পী নির্বাচন, লোকেশন, গান- সব বিষয়েই দর্শকের প্রত্যাশা পূরণ হবে। আর দর্শকের ভালো লাগলেই এ ধরনের ছবি নির্মাণে আগ্রহী হবেন নির্মাতারা।`

`চার অক্ষরের ভালোবাসা`য় আরো অভিনয় করেছেন ফেরদৌস, সুচরিতা, আবুল হায়াত, শানু প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।