মাইলির অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন


প্রকাশিত: ০৩:৩২ এএম, ২৯ নভেম্বর ২০১৪

মার্কিন পপতারকা ও অভিনেত্রী মাইলি সাইরাসের অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন উঠেছে। তিনি আর্নল্ড শোয়ার্জনেগারের ছেলে মডেল-অভিনেতা প্যাট্রিক শোয়ার্জনেগারের সন্তানের মা হতে চলেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর রটেছে।

টিএমজি এক খবরে জানায়, দুই মাস ধরে লস অ্যাঞ্জেলেসে প্যাট্রিকের অ্যাপার্টমেন্টে একসঙ্গে বসবাস করছেন মাইলি। সম্প্রতি এই জুটিকে স্থানীয় একটি হাসপাতাল থেকে একসঙ্গে বের হতে দেখা গেছে। মূলত এর পর থেকেই মাইলির অন্তঃসত্ত্বার গুঞ্জনে মিডিয়াপাড়া সরগরম হয়ে উঠেছে।

তবে এ গুঞ্জনকে গুজব বলেই উড়িয়ে দিয়েছেন মাইলির মুখপাত্র। একটি অনলাইন মিডিয়াকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মাইলির গর্ভধারণের খবর আদৌ সত্য নয়। মাইলি শারীরিক অসুস্থতার জন্যই তার এক ঘনিষ্ঠ বন্ধুকে নিয়ে হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নিতে গিয়েছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।