হাসন রাজা মিঠুনের বাজিমাত


প্রকাশিত: ০৬:৫০ এএম, ০১ ডিসেম্বর ২০১৪

অষ্টাদশ শতকে শিলেটের বিখ্যাত কবি ও গীতিকার হাসন রাজার কথা কে না জানে? শুধু লেখাই নয়। তিনি ধর্মনিরপেক্ষতার এক অাদর্শ উদাহরণ ছিলেন।

তিনি স্কুল তৈরির পাশাপাশি মন্দির, মসজিদ ও গির্জা অর্থাৎ সকল ধর্মের মানুষদের তীর্থস্থান তৈরি করেছিলেন। কিন্তু এরকম এক আকর্ষণীয় ব্যক্তিত্বকে নিয়ে কখনও কোনও কাজ হয়নি। তাই মার্কিন মুল্লুক ফেরত বাংলাদেশি পরিচালক রাহুল আমিন এই বিষয়টাকেই বেছে নিয়েছেন।

হাসন রাজার ভূমিকায় অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী ও প্রধান নারীচরিত্রের ভূমিকায় অভিনয় করছেন রাইমা সেন। সম্প্রতি এই ছবিতে মিঠুন ও রাইমার ফার্স্ট লুক মুক্তি পেল। বলাই বাহুল্য মিঠুনকে অসাধারণ মানিয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।