র‍্যাম্প মাতালেন বিশ্বসুন্দরী সুস্মিতা


প্রকাশিত: ০২:৪৭ এএম, ০২ ডিসেম্বর ২০১৪

একই সঙ্গে রুপোলী পর্দা ও র‍্যাম্প, দুইদিকই সামলাচ্ছেন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। সম্প্রতি ব্লিন্ডার প্রাইড ফ্যাশন ট্যুর ২০১৪-এর র‍্যাম্পে সিভান ও নরেশের তৈরি পোশাক পরে হাঁটলেন এই বঙ্গ তনয়া।

এই ডিজাইনারদের তৈরি একটি অরেঞ্জ কালারের পোশাকে সুস্মিতাকে অসাধারণ মোহময়ী লাগছিল। তবে অনেকদিন পরে তাঁকে র‍্যাম্পে ধুম মাচাতে দেখা গেল। এইদিন সাংবাদিকদের দেওয়া এক প্রশ্নের উত্তরে এই বলি সুন্দরি জানিয়েছেন, “ আমার কাছে সিভান ও নরেশ এই কাজটির অফার নিয়ে আসে। ওদের কালেকশন আমাকে দেখিয়েছিল। আমি সেগুলি পরে র‍্যাম্পে হাঁটার লোভ সামলাতে পারিনি। ওঁরা খুব ভাল পোশাক ডিজাইন করেছেন”।

অন্যদিকে বেশ কয়েক বছর ব্রেক নেওয়ার পর, সিনেপর্দাও ফিরছেন সুস্মিতা। তবে কোন বলিউডি ছবিতে নয়, তিনি কামব্যাক করছেন টলিউডের পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘নির্বাক’-এর মাধ্যমে। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি। সুস্মিতা ছাড়া এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে অঞ্জন দত্ত, যীশু সেনগুপ্ত ও ঋত্বিক চক্রবর্তীকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।