মেক্সিকান পপ রানির স্বীকারোক্তি


প্রকাশিত: ০২:৩৬ পিএম, ০৩ ডিসেম্বর ২০১৪

আরিদানা থালিয়া সদি নিরান্ডা। মেক্সিকোর বিখ্যাত পপ তারকা। কুইন অফ লাটিন পপ বা লাতিন আমেরিকার পপ রানি হিসাবে পরিচিত তিনি। দেশের মানুষ তাকে ভালবেসে ডাকে থালিয়া নামে। ৪৩ বছরের থালিয়া এক স্বীকারোক্তি করে বসলেন।

জনপ্রিয় এক টেলিভিশন শোয়ে এসে থালিয়া বলে বসলেন, এক এক জন মানুষের এক এক রকম শখ। তেমনই আমার হবি/শখ হল শারিরীক সম্পর্ক করা। এটা নিয়ে মেতে থাকতেই আমি সবচেয়ে বেশি পছন্দ করি। তবে আমার সৌভাগ্য আমার স্বামীরও ঠিক একই শখ।

লাতিন আমেরিকার পপ ইতিহাসে থালিয়া পপ অ্যালবামই সবচেয়ে বেশি বিক্রিত। তাঁর বেশ কয়েকটি গানে উষ্ণ যৌনতার ছোঁয়া রয়েছে।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।